For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮ বছর ধরে শুধু চা খেয়ে বেঁচে রয়েছেন এই মহিলা!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রায়পুর, ২৪ আগস্ট : ১৮ বছর কেটে গিয়েছে। সারাদিনের খাবার বলতে নাকি ২-৩ কাপ লাল চা। তারপরেও ছিপছিপে শরীর নিয়ে দিব্যি সুস্থভাবেই বেঁচে রয়েছেন ছত্তিশগড়ের পিলি বাই। [স্বামীর চায়ে বিষ মেশাল স্ত্রী, খেয়ে মারা গেল তাদের চার বছরের কন্যা]

একথা জানার পর থেকে অবশ্য চিকিৎসকদের একটা বড় অংশেরই চোখ কপালে উঠেছে। ১৮ বছর ধরে শুধু চা খেয়ে কীভাবে একজডন পূর্ণবয়স্ক মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব তা কিছুতেই বোধগম্য হচ্ছে না চিকিৎসা বিশেষজ্ঞদের। [চা কমাবে ক্যানসারের ঝুঁকি, জানাল গবেষণা]

১৮ বছর ধরে শুধু চা খেয়ে বেঁচে রয়েছেন এই মহিলা!

পাতলা ছিপছিপে চেহারার পিলি বাইয়ের বয়স ৪৮ বছর। পাটনায় পড়াশোনা করতে যাওয়ার সময়ই তাকে খাওয়াদাওয়া ছাড়তে হয়েছিল বলে দাবি পিলি বাইয়ের। তখন থেকেই নাকি শুধু চায়ের উপরই টিকে রয়েছেন তিনি।

ছত্তিশগড়ের করেয়া জেলার বরদিয়া গ্রামের বাসিন্দা পিলি বাই বাবা-মায়ের সঙ্গেই থাকেন। তাঁর পরিবারের দাবি, গত ১৮ বছর ধরে চা ছাড়া খাবারের এক গ্রাসও খায়নি তাদের মেয়ে। তবে তার জন্য শারীরিক কোনও অসুস্থতা নেই পিলি বাইয়ের। [(ছবি) বাড়িতে বসুক চায়ের আড্ডা, হোক বরং হাই টি নামেই!]

পিলি বাই খাবার খেতে পারে না ভেবে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে একাধিকবার। কিন্তু তাঁকে হাজারো পরীক্ষা নিরিক্ষা করে কোনও রোগের সন্ধান পাননি ডাক্তাররা।

ডাক্তাররা এই ঘটনাকে চমৎকার ছাড়া আর কিছুই মনে করতে পারছেন না। খাবার না খাওয়া সত্ত্বেও পিলি বাইয়ের ওজন ৪৫ কেজি। প্রথমে ডাক্তাররাও বিশ্বাস করেননি যে শুধু চা খেয়েই থাকেন এই মহিলা। তাই তাকে হাসপাতালে ভর্তি করে রীতিমতো মনিটর করা হয় তাঁকে। কিন্তু পিলি বাই সত্যিই লাল চা ছাড়া কিছু খাচ্ছেন না দেখে হতবাক হয়েছিলেন চিকিৎসকরাও। [(ছবি) মাইগ্রেনের সমস্যা? মুক্তি পেতে এই কয়েকধরনের চায়ে চুমুক দিন]

তবে সঠিক ডায়েটের অভাবে ক্রমেই পিলি বাই দুর্বল হয়ে পড়ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

English summary
Chhattisgarh woman surviving only on tea for 18 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X