For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই চণ্ডীগড়ের যা অবস্থা হল, জানলে চমকে উঠবেন

মাত্র ৪ ঘন্টার বৃষ্টিতেই প্লাবিত চণ্ডীগড়ের বিস্তীর্ণ এলাকা। জল থৈথৈ রাস্তাঘাট, ডুবে গেল গাড়ি, এমনকী অফিস, বাড়ির ভেতরেও জল ঢুকে ভাসিয়ে দিল।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই প্লাবিত হল চণ্ডীগড়। জল থৈথৈ রাস্তাঘাট, ডুবে গেল গাড়ি, এমনকী অফিস, বাড়ির ভেতরেও জল ঢুকে ভাসিয়ে দিল। প্রায় সব রাস্তাতেই ৩ থেকে ৫ ফিট পর্যন্ত জল জমে গেল। সাব স্টেশনগুলিতেও জল জমে প্রায় ঘণ্টা পাঁচেক বিদ্যুৎহীন থাকল চণ্ডীগড়ে, মোহালি ও পঞ্চকুলার বিস্তীর্ণ এলাকা।

মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই চণ্ডীগড়ের যা অবস্থা হল, জানলে চমকে উঠবেন

সোমবার ভোর ছটা থেকে শুরু হয় বৃষ্টি। কিন্তু ঘণ্টা চারেক কেটে গেলেও বৃষ্টি না থামায় চিন্তায় পড়ে যান চণ্ডীগড়, মোহালি, পঞ্চকুলা এলাকার মানুষ। ততক্ষণে বাইরে জল জমে গিয়েছে। ঘরের ভেতরেও জল থৈথৈ অবস্থা। বাইরে বেরিয়ে দেখা যায়, শুধুমাত্র গাড়ির ছাদ দেখা যাচ্ছে। বাকিটা জলের তলায়। রাস্তায় বেরিয়েও বিপত্তি। প্রায় সমস্ত রাস্তাতেই ৩ থেকে ৫ ফিট পর্যন্ত জল জমে গিয়েছে। জল ঠেলে এগোতে পারছে না গাড়ি। ফলে চূড়ান্ত যানজটের সৃষ্টি হয়। অফিস ও স্কুল টাইমে বেরিয়ে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্য়যাত্রী ও স্কুল পড়ুয়াদের। অপরদিকে জল জমে পাওয়ার স্টেশনেও বিপত্তি ঘটে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়।

মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই চণ্ডীগড়ের যা অবস্থা হল, জানলে চমকে উঠবেন

আবহাওয়া দফতর জানিয়েছে, মাত্র ৪ ঘন্টায় ১৩৪ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত ১৮ বছরের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এর আগে ২০০০ সালে একদিনে ২০০ মিমি বৃষ্টিপাত হয়েছে। গত ২৭ জুনই একদিনে ১২০.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে।

মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই চণ্ডীগড়ের যা অবস্থা হল, জানলে চমকে উঠবেন

সোমবারের বৃষ্টিপাতের জের রয়ে গিয়েছে মঙ্গলবারেও। এদিনও বেশ কয়েক জায়গা থেকে জমা জল নামেনি। রাস্তাঘাটেও জল জমে থাকায় মঙ্গলবারও নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

English summary
Chandigarh witnesses heavy rainfall, floodlike situation for a few hours of rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X