For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আঙুলের ছাপেই হবে টাকা লেনদেন, 'আধার পে' অ্যাপ জনপ্রিয় করতে তৎপর কেন্দ্র

'আধার পে' -এর মাধ্যমে আর্থিক লেনদেনকে আরও বেশি জনপ্রিয় করতে তৎপর কেন্দ্র। আঙুলের ছাপের মাধ্যমে এই অ্যাপে লেনদেন সম্ভবপর।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : 'আধার পে' -এর মাধ্যমে আর্থিক লেনদেনকে আরও বেশি জনপ্রিয় করতে তৎপর কেন্দ্র। আঙুলের ছাপের মাধ্যমে এই অ্যাপে লেনদেন সম্ভবপর। দেশের প্রত্যন্ত এলাকায় ডিজিটাল পেমেন্ট পদ্ধতিকে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ কেন্দ্রের। এর মাধ্যমে গরীব ও অশিক্ষিত মানুষরা অনেকটাই সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সরকার ব্যাঙ্ক গুলিকে , তাদের প্রতি শাখাতে ৩০ থেকে ৪০ জন ব্যবসায়িকে এই পদ্ধতির আওতায় আনবার নির্দেশ দিয়েছে বলে খবর।[২০২০-র মধ্যে ATM-এ কার্ডে লেনদেন বন্ধ! তার জায়গায় কী আসবে জানেন কি?]

'আধার পে' হল 'আধার এনাবেল্ড পেমেন্ট সিস্টেম'-এর একটি অংশ। ইন্টারনেট বা কার্ড ব্যবহার করে দেশে যে আর্থিক লেনদেন চলে তার থেকে অনেকটাই সহজ হয়ে যাবে লেনদেন নতুন এই ব্যবস্থার মাধ্যমে। এছাড়াও নগদে লেনদেন থেকে মানুষকে বিরত করতেই কেন্দ্রের এমন অ্যাপের উদ্যোগ।[ভারত 'ক্যাশলেস' হবে, মানেন না খোদ দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কের প্রধান]

আঙুলের ছাপেই হবে টাকা লেনদেন, 'আধার পে' অ্যাপকে জনপ্রিয় করতে তৎপর কেন্দ্র

এই অ্যাপের সাহায্যে নগদ ছাড়াই লেনদেন করা যাবে। ফলে 'ডিজিটাল ইন্ডিয়া'-তে নতুন করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিক্রেতা- গ্রাহক সম্পর্ক স্থাপন হবে এই অ্যাপের মাধ্যমে । জিনিস কিনে এই অ্যাপেই বিক্রেতাকে টাকা দিতে পারবেন গ্রাহক। শুধু প্রয়োজন কয়েকটি জিনিসের । তাহল আধার নম্বর, ব্যাঙ্কের নাম, আর সংশ্লিষ্ট গ্রাহকের আঙুলের ছাপ বা আইআরআইএস অথেন্টিকেশন।[]

তবে আধার পে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই ব্য়বহার করা যেতে পারবে। সঙ্গে থাকতে হবে একটি বায়োমেট্রিক ডিভাইস। এটি এমনই একটি ডিজিটাল পদ্ধতির প্রযুক্তিগত ব্যবস্থা, যার জন্য 'কার্ড'বা 'পিন'-এর দরকার নেই। বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক, আইডিএফসি, ইন্দাসল্যান্ড ও সিন্ডিকেট ব্যাঙ্ক কাজ শুরু করেছে এই অ্যাপ নিয়ে। বাকি ব্যাঙ্ক গুলি এনিয়ে তাদের নিরিক্ষামূলক উদ্যোগ নিতে চলেছে খুব শিগিগিরই বলে জানা গিয়েছে।[বিমানের টিকিট কাটতে আবশ্যক হচ্ছে আধার কার্ড!]

English summary
Keen to push digital payments among the poor and illiterate in rural areas of the country, the government is pushing to popularise Aadhaar Pay which ensures financial transactions by just using fingerprint.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X