For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেটে বাড়তে পারে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা, ইঙ্গিত অরুণ জেটলির

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জেটলি
নয়াদিল্লি, ২৩ নভেম্বর: এনডিএ সরকারের পূর্ণাঙ্গ সাধারণ বাজেট পেশ হবে আগামী ফেব্রুয়ারি মাসে। তার আগেই আয়করে বড়সড় ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

একটি আলাপচারিতায় গতকাল তিনি বলেছেন, "এখন অনেকেই আছেন, যাঁরা মাসে ৩৫-৪০ হাজার টাকা রোজগার করেন। কিন্তু খুব বেশি টাকা এঁরা সঞ্চয় করতে পারেন না। কারণ জীবনধারণের খরচ এখন বেড়ে গিয়েছে। সংসারের খরচ, যাতায়াতের খরচ, শিশুর স্কুলের খরচ মিটিয়ে বাকি যে টাকা পড়ে থাকে, আয়কর দিতে চলে যায়। এমন মধ্যবিত্ত মানুষজন কীভাবে সঞ্চয় করতে পারবেন, সেটা ভেবে দেখা উচিত।"

নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর জুলাই মাসে যে পরিপূরক বাজেট পেশ করেছিল, তাতে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা দু'লক্ষ টাকা থেকে বেড়ে হয়েছিল আড়াই লক্ষ টাকা। আগামী বাজেটে সেটা বাড়ানো হবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল। জেটলির কথার পর আর কোনও সংশয় রইল না যে, সেটা বাড়ছে। ওয়াকিবহাল মহলের মতে, যদি সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা পর্যন্ত বাড়ে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা, তা হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।

তা হলে, আয়করে ছাড় দিলে সরকারের রোজগার যে কমে যাবে? অরুণ জেটলির মতে, পরোক্ষ কর (যেমন পরিষেবা কর) বাড়িয়ে এই ঘাটতি পূরণ করা উচিত।

English summary
Centre may raise exemption limit of income tax, hints Arun Jaitley
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X