For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদকে ধরতে নয়া ছকের ব্লুপ্রিন্ট তৈরি করল সরকার

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : বারবার পাকিস্তানের কাছে দাউদ ইব্রাহিম সম্পর্কে তথ্য দিয়েও লাভ হয়নি। তাই এবার দাউদকে ধরতে নয়া ব্লুপ্রিন্ট তৈরি করছে ভারত সরকার। দাউদ যে প্রায় দু'দশক ধরে পাকিস্তানের করাচিতেই রয়েছেন তা অনেকটাই 'ওপেন সিক্রেট'। তা সত্ত্বেও এখনও পর্যন্ত তাকে ভারতে ফেরাতে ব্যর্থ হয়েছে সরকার।[হাঁটতে গেলে দুজন লোক লাগে, পাঁচ বছর আগেই অবসর নিয়েছেন দাউদ!]

তাই এবার নয়া পরিকল্পনা নিয়েই এগোতে চাইছে সরকার। ইতিমধ্যে ৫০ জন আধিকারিকদের নিয়ে ৫টি নতুন তদন্তকারী দল গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এতবছর ধরে যে শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছে দাউদ ও তার ভাই অনিস ইব্রাহিম তা পুরোপুরি ছিন্নভিন্ন করে দেওয়াই হবে এদের কাজ। [শয্যাশায়ী! মারণ রোগের সঙ্গে জীবনযুদ্ধ চলছে দাউদ ইব্রাহিমের!]

দাউদকে ধরতে নয়া ছকের ব্লুপ্রিন্ট তৈরি করল সরকার

এই বিশেষ দলের আধিকারিকদের ইডি, আয়কর বিভাগ, র এবং সিবিআই ইন্টারপোল থেকে আনা হয়েছে। পাকিস্তান এবং দুবাইতে দাউদ ইব্রাহিমের এবং তার সাগরেদদের গতিবিধিতে নজর রাখতে বিশেষ অফিসারদের এই দল। অন্য কোনও দেশে দাউদের গতিবিধি আছে কি না সে দিকেও নজর রাখা হচ্ছে। [পাকিস্তানের মিথ্যার পর্দা সরল, করাচিতেই বহালে দাউদ, জেনে নিন ঠিকানাও]

এই বিশেষ দল ইতিমধ্যে দাউদ ঘনিষ্ঠ হিসাবে ১১ জনকে শনাক্ত করেছে। যারা দাউদের ব্যবসা সারা বিশ্বে অপারেট করে। তদন্তকারীদের নজর রয়েছে দাউদের বিমান, বিদ্যুৎ তেল, নির্মাণ, কাপড়ের ব্যবসা সংক্রান্ত ৭টি সংস্থার উপর।

English summary
Centre comes up with new blueprint to nab Dawood Ibrahim, constitutes 50-member special team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X