For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার পাল্টাচ্ছে ঐতিহাসিক মুগলসরাই স্টেশনের নাম, কার নামে হচ্ছে এই স্টেশন

সংসদে বিরোধীদের আপত্তির মধ্যেই মুগলসরাই স্টেশনের নাম দীন দয়াল উপাধ্যায়ের নামে করার প্রস্তাবকে সবুজ সঙ্কেত দিল কেন্দ্র

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ঐতিহাসিক মুগলসরাই স্টেশনের নাম বদলের প্রস্তাবকে শুক্রবারই সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় সরকার। শীঘ্রই মুগলসরাই স্টেশনের নাম আরএসএস ভাবাদর্শী দীনদয়াল উপাধ্যায়ের নামে হতে চলেছে। এদিন এই ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির।

এবার পাল্টাচ্ছে ঐতিহাসিক মুগলসরাই স্টেশনের নাম, কার নামে হচ্ছে এই স্টেশন

কিছুদিন আগেই মুগলসরাই স্টেশনের নাম পরিবর্তের প্রস্তাব দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার বিষয়টি সংসদে উঠলে বিরোধীরা হইহট্টগোলও কম করেনি। কংগ্রেসের দাবি, দীনদয়াল উপাধ্যায় কেন, যদি মুগলসরাই স্টেশনের নাম পরিবর্তন করতেই হয় তাহলে তা হোক লাল বাহাদুর শাস্ত্রীর নামে। এই শহরেই জন্মগ্রহণ করেছিলেন লাল বাহাদুর।

অপরদিকে সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল রাজ্যসভায় অভিযোগ করেন, বিজেপি গোটা দেশেরই চরিত্র বদল করতে চাইছে। তাঁর দাবি, স্বাধীনতা সংগ্রামে যাঁদের কোনও অবদান নেই, তাঁদেরকেই মণীশীর তকমা দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সিদ্ধান্তের হয়ে মুক্তার আব্বাস নকভি বলতে উঠলে সপা সাংসদরা একযোগে চিৎকার করে বলতে থাকেন, তাহলে দেশের নামটাই পাল্টে দিক কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য ১৯৬৮ সালে মুগলসরাই স্টেশনেই রহস্যজনক পরিস্থিতিতে দীনদয়াল উপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়। সেই রহস্যের কিনারা আজও হয়নি। হাওড়া- দিল্লি গ্র্যান্ড কর্ড রুটে অবস্থিত এই রেল স্টেশনটি শতবর্ষ প্রাচীন। সেইসঙ্গে দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে একটি।

[আরও পড়ুন: দেশের এই রাজ্যে খোলা হল 'স্টেট ব্যাঙ্ক অব টম্যাটো'][আরও পড়ুন: দেশের এই রাজ্যে খোলা হল 'স্টেট ব্যাঙ্ক অব টম্যাটো']

English summary
Amid uproar in parliament, center clears proposal to rename Mugalsarai station after RSS ideologue Deen Dayal Upadhyay.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X