For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিঠারি হত্যামামলায় সুরিন্দর কোলি ও মনিন্দর পান্ধেরকে ফাঁসির আদেশ

নিঠারি হত্যাকাণ্ডে সুরিন্দর কোলি ও মনিন্দর সিং পান্ধেরকে ফাঁসির সাজা শোনাল সিবিআই বিশেষ আদালত। মোট ১৬টির মধ্যে ৮টি মামলার নিষ্পত্তি হল।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

নিঠারি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত সুরিন্দর কোলি ও মনিন্দার সিং পান্ধেরকে ফাঁসির সাজা শোনাল গাজিয়াবাদে সিবিআইয়ের বিশেষ আদালত। অপহরণ, ধর্ষণ ও খুনের ১৬টি মামলার মধ্যে অষ্টম মামলায় দুজনকে ফাঁসির সাজা দেওয়া হল। অষ্টম মামলাটি ছিল পিঙ্কি সরকার ধর্ষণ ও হত্যাকাণ্ড।

নিঠারি হত্যামামলায় সুরিন্দর কোলি ও মনিন্দর পান্ধেরের ফাঁসির আদেশ

গত শনিবারই নিঠারি হত্যাকাণ্ডে সুরিন্দর কোলি ও মনিন্দর সিং পান্ধেরকে দোষী সাব্যস্ত করে সিবিআই বিশেষ আদালত। সোমবার বিচারক পবন তিওয়ারি জানিয়ে দেন, এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম, এবং অপরাধীদের শোধরানোর আরও কোনও জায়গা নেই। দোষী সাব্যস্ত দুজনই মৃত্যুদণ্ড পাওয়ার মতই কাজ করেছে। নিঠারি হত্যাকাণ্ডের ১৬টি মামলায় এখনও পর্যন্ত আটটি মামলার নিষ্পত্তি হল। এই আটটি মামলাতেই সুরিন্দর কোলিকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এই নিয়ে দ্বিতীয় মামলায় কোলি ও পান্ধেরকে ফাঁসির সাজা শোনানো হল।

অপরদিকে নিঠারি হত্য়ামামলায় ২০০৬ সালে গ্রেফতার করা হলেও ২০১৪ সালে জামিন পেয়ে যায় মনিন্দর সিং পান্ধের। কিন্তু সোমবারের রায় ঘোষণার পর ফের গ্রেফতার করা হবে। ২০০৬ সালেই ২৯শে ডিসেম্বর নয়ডার নিঠারিতে পান্ধেরের বাড়ি থেকে মোট ১৯টি কঙ্কাল উদ্ধার করে পুলিশের। এরপরই পান্ধের ও তার পরিচারক সুরিন্দর কোলিকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে, মেয়েদের অপহরণ করে ধর্ষণ করে খুন করে দেহ বাগানে পুঁতে রাখত তারা। উনিশটির মধ্যে তিনটি মামলা উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের অভাবে বন্ধ হয়ে যায়।

English summary
Surinder Koli and Moninder Singh Pandher gets death sentence in Nithari killings. This is the 8th of the 16 cases.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X