For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রেতা যুগে সীতাকে ত্যাগ শ্রীরামচন্দ্রের, অভিযোগ দায়ের হল কলি যুগে

  • By Oneindia Web Desk
  • |
Google Oneindia Bengali News

পাটনা, ১ ফেব্রুয়ারি : রামায়ণে কথিত রয়েছে, রাবণের হাত থেকে বাঁচিয়ে আনার পরে একটা সময়ে মা সীতাকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে দেন শ্রীরামচন্দ্র। সেটা অবশ্য ত্রেতা যুগের কথা। এরপরে হিন্দু পুরাণ অনুযায়ী দ্বাপর যুগ এসেছে। আর তারও কয়েক হাজার বছর পরে কলি যুগে আমরা রয়েছি। [মহাভারতের নানা অজানা ঘটনা, যা আপনি শোনেননি]

তবে এযুগে এসেও এমন মানুষ রয়েছেন যারা মাতা সীতার অপমান মেনে নিতে পারেননি। আর তাই সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ্ঞে হ্যাঁ, বিহারের সীতামারহি জেলার এক আইনজীবী শ্রীরামচন্দ্রের নামে অভিযোগ করে মামলা দায়ের করেছেন। [যে চরিত্রগুলির উল্লেখ মহাভারত ও রামায়ণ উভয় মহাকাব্যেই রয়েছে!]

ত্রেতা যুগে সীতাকে ত্যাগ রামচন্দ্রের, অভিযোগ দায়ের কলি যুগে

জানা গিয়েছে, শুধু তাই নয়, সীতা মাতাকে ত্যাগ করার পিছনে রামের ভাই লক্ষ্মণেরও ইন্ধন ছিল বলে অভিযোগ পত্রে জানিয়েছেন ঠাকুর চন্দন সিং নামে এই ব্যক্তি। [৫ বছরের শিশু প্রাণ বাঁচাল ৬ মুমূর্ষু রোগীর]

তাঁর মতে, রামচন্দ্রকে সঙ্গ দিয়ে লক্ষ্মণও একইভাবে সীতাকে অপমান করেছেন। কোনও কিছু বিচার না করে এমন করায় গোটা ঘটনায় লক্ষ্মণও সমান দোষী বলে অভিযোগপত্রে ব্যাখ্যা করেছেন চন্দন সিং। ['৪ হাজার বছর' পর মাটি ফুঁড়ে জেগে উঠল পবিত্র সরস্বতী নদী!]

আপাতত অভিযোগটি আদালত শুনবে। এরপরে তা গ্রহণযোগ্য মনে হলে তবেই তাকে মামলা হিসাবে গ্রহণ করা হবে। তবে তা গৃহীত হোক বা না হোক, ঠাকুর চন্দন সিং এই আবেদনের মধ্য দিয়ে প্রচারে চলে এসেছেন। [১২ বিস্ময় নারী, যাঁরা বাস করেন এই পৃথিবীতেই!]

English summary
Case filed against Lord Ram, Laxman in Bihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X