For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বস্তাভর্তি ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোট উদ্ধার উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের বারেলির একটি জায়গা থেকে বস্তাভর্তি ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোট উদ্ধার হল। কোথা থেকে এল জানতে তদন্ত করছে পুলিশ।

Google Oneindia Bengali News

লখনউ, ১০ নভেম্বর : উত্তরপ্রদেশের বারেলির একটি জায়গা থেকে বস্তাভর্তি ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোট উদ্ধার হল।

প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করার পর থেকেই সোস্যাল মিডিয়ায় মজা করে একাধিক ছবি ঘোরাফেরা করছে, যেখানে বলা হচ্ছে এই নোট বাতিল হয়ে যাওয়ার পর এর আর কোনও কাজ নেই তাই কেউ ৫০০ ও ১০০০ টাকার নোট প্লেন বানিয়ে ওড়াচ্ছেন, কখনও তার ঠোঙা বানানো হচ্ছে কখনও ছাগলকে খেতে দেওয়া হচ্ছে গোছের ছবি। [২.৫ লক্ষ টাকার বেশি ব্যাঙ্কে জমা দিতে গেলে লাগতে পারে কর, আয়ের অসামঞ্জস্য হলে ২০০% জরিমানা]

বস্তাভর্তি ৫০০ ও ১০০০ টাকার পোড়া নোট উদ্ধার উত্তরপ্রদেশে

কিন্তু এবার মজা করে নয়, কালো টাকা সরাতে না পেরেই এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, একটি সংস্থার কর্মী এই পোড়া টাকাগুলি বস্তায় করে নিয়ে এসে বারেলির সিবি গঞ্জের পারসা খেরা রোডে এসে ফেলে দিয়ে তলে যায়। [(ছবি) নতুন নোট সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কের সামনে গ্রাহকদের লম্বা লাইন]

পুলিশের প্রাথমিক তদন্তে বলা হচ্ছে নোটগুলিকে প্রথমে ছিঁড়ে নষ্ট করে তারপর জ্বালানো হয়েছে। এই নোটগুলি পুলিশ বাজেয়াপ্ত করেছে, আরবিআই আধিকারিকদের এই খবর জানানো হয়েছে। এই টাকাগুলি কার তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

English summary
The burnt remnants of Rs 500 and Rs 1,000 currency notes were found at a place in Bareilly on Wednesday, police said.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X