For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শহিদ' আখ্যা দিয়ে জঙ্গি বুরহানের পোস্টারে মুড়ল পাকিস্তানের ট্রেন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ অগাস্ট : আগামী ১৪ অগাস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ ট্রেন চলবে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত। সেই বিশেষ ট্রেনের নাম 'আজাদি এক্সপ্রেস'। সেই ট্রেনের বাইরের অংশ মুড়ে দেওয়া হয়েছে বিশেষ পোস্টারে। সেই পোস্টারে অন্যান্য অনেকের সঙ্গে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির ছবি সাঁটা হয়েছে। [কাশ্মীরে ভারত বিরোধিতার নয়া মুখ এই ব্যক্তি? কে তিনি? জেনে নিন]

গতমাসের ৮ জুলাই জম্মু ও কাশ্মীরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানি নিহত হয়। সেই ঘটনার পর থেকে কার্যত জ্বলছে কাশ্মীর উপত্যকা। এই ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে ফের একবার তীব্র বাদানুবাদ তৈরি হয়েছে। [কাশ্মীরে বিক্ষোভ মিছিলের নেতৃত্বে পাকিস্তান থেকে আসা লস্কর জঙ্গি!]

জঙ্গি বুরহানের পোস্টারে মোড়া পাকিস্তানি ট্রেন

জঙ্গি বুরহান ওয়ানিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেদেশে ঘাঁটি গেড়ে থাকা আন্তর্জাতিক সন্ত্রাসবাদীরা শহিদ আখ্যা দিয়েছে। পাকিস্তান যে বুরহানকে জঙ্গি নয়, শহিদ ভাবছে, তার প্রমাণ ফের মিলল। [এই দেশে স্মার্টফোনের চেয়েও সস্তা একে ৪৭, কালাশনিকভ রাইফেল!]

কট্টরপন্থী নেতা সঈদ আলি শাহ গিলানি একটি ছবি টুইট করেছেন যার মাধ্যমে পাকিস্তানের বুরহান প্রেম ফের প্রকাশ্যে চলে এসেছে। সেই ছবির ক্যাপশনে গিলানি লিখেছেন আজাদি ট্রেনের কথা। ছবিতে দেখা যাচ্ছে, বুরহান ছাড়াও কাশ্মীরে সেনা-পুলিশের পেলেট গানের গুলিতে আহতদের অনেকের ছবি সেখানে রয়েছে। [মোবাইল টাওয়ার ছাড়াই এই প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করে পাক জঙ্গিরা!]

কাশ্মীর ইস্যুকে বারবার নিজেদের স্বার্থে পাকিস্তান সরকার ও সেদেশের জঙ্গি সংগঠনগুলি জিইয়ে রেখে ভারতে অশান্তি তৈরি করতে চাইছে বলে আগেই অভিযোগ উঠেছে। সেই দলে রয়েছে উপত্যকার কিছু হুরিয়ত নেতা। এই অভিযোগের যে সত্যতা রয়েছে তা ফের একবার স্পষ্ট হল বলেই মনে করা হচ্ছে।

English summary
Burhan Wani's posters on walls of Pakistan's 'Azadi Express' train
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X