For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেমন করে সঙ্গম করে ময়ূর, উত্তরের খোঁজে গুগল সার্চে উপচে পড়ল ভিড়

বিচারপতি মহেশ চন্দ্র শর্মা গরু ও ময়ূর নিয়ে এমন সমস্ত ঐতিহাসিক মন্তব্য করে বসছেন যে তাঁর বলা বিভিন্ন বক্তব্যের সত্যাসত্য যাচাইয়ে বৃহস্পতিবার সারাদিন ধরে তোলপাড় হল স্যোশাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট

  • |
Google Oneindia Bengali News

রাজস্থান হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র শর্মা গরু ও ময়ূর নিয়ে এমন সমস্ত ঐতিহাসিক মন্তব্য করে বসছেন যে তাঁর বলা বিভিন্ন বক্তব্যের সত্যাসত্য যাচাইয়ে বৃহস্পতিবার সারাদিন ধরে তোলপাড় হল স্যোশাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট।

বিচারপতি শর্মা গরুকে হাসপাতালের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, গরুর মধ্যে ৩৩ কোটি দেবতা অবস্থান করে। গরু অক্সিজেন নেয় ও ছাড়ে। গরুর সিং শুষে নেয় মহাজাগতিক রশ্মি। গরুর হাম্বা ডাক বাতাসকে দূষণমুক্ত করে।

কেমন করে সঙ্গম করে ময়ূর, উত্তরের খোঁজে গুগল সার্চে উপচে পড়ল ভিড়

তবে এর থেকেও চমকে দেওয়া তথ্য পেশ করেছেন বিচারপতি শর্মা। যা নিয়ে বৃহস্পতিবার সারাদিন চলল গুগল সার্চ। তিনি বলেছেন, ময়ূর হল ব্রহ্মচারী প্রাণী। তারা যৌন সঙ্গম করে না। আর তাই গুগলে সারাদিন ধরে সার্চ হল একটাই প্রশ্ন 'ময়ূর কীভাবে যৌন সম্পর্ক স্থাপন করে।'

প্রাণী জগতেক সম্পর্কে জ্ঞানের ভান্ডার এই বিচারপতি নিজের জ্ঞান দুনিয়াকে জানিয়ে সারাদিন ইন্টারনেট দুনিয়ায় ট্রেন্ডিং হলেন। আর তাঁর বক্তব্য শুনে গুগলে যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি খোঁজা হল তা হল - ময়ূর কীভাবে যৌন সংসর্গ করে? ময়ূর কীভাবে গর্ভধারণ করে? ময়ূর কি ডিম পাড়ে? কীভাবে ময়ূরের জন্ম হয়?

English summary
Brahmachari peacock remark: ‘How peacocks have sex’ is most searched question on Google
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X