For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋণের বকেয়া টাকা ফেরত চাওয়ায় দৃষ্টিহীন অ্যাথলিটকে বেদম মারধর

Google Oneindia Bengali News

বারেলি, ২৯ জুন : ঋণের বকেয়া টাকা ফেরত চাইতে গিয়ে বাবা-ছেলের হাতে বেদম মার খেলেন ফিলবিট জেলার আন্তর্জাতিক স্তরের দৃষ্টিহীন অ্যাথলিট। তাঁর দাদা এই বাবা-ছেলের জুটিকে টাকা ধার দিয়েছিলেন। সেই টাকাই উদ্ধার করতে এদিন তাদের বাড়ি যান ওই দৃষ্টিহীন অ্যাথলিট।

হীতেশ সচদেব, যিনি দৃষ্টিহীন বিভাগে আন্তর্জাতিক অ্যাথলিট প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেন। ফিলবিটের পুরনপুর কোতোয়ালির গণেশগঞ্জ এলাকার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় চক এলাকায় রজত খাণ্ডেলওয়ালের বাড়িতে তিনি যান। এই খাণ্ডেলওয়াল তাঁর দাদার কাছ থেকে ১১ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। সেই বকেয়া টাকাটা উদ্ধার করার জন্যই চক এলাকায় যান হীতেশ।

ঋণের বকেয়া টাকা ফেরত চাওয়ায় দৃষ্টিহীন অ্যাথলিটকে

খাণ্ডেলওয়াগের বাড়িতে পৌঁছে হীতেশ টাকা ফেরত চাইতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন রজ খাণ্ডেলওয়াল ও তাঁর বাবা। হীতেশকে ঘরে মধ্যে আটকে রেখে দেন। এরপরই তাঁকে নিগ্রহ শুরু করে বাবা-ছেলে।

হীতেশের চিৎকার শুনতে পান স্থানীয় লোকজন। এরপরই কোনও মতে খুঁজে হীতেশকে উদ্ধার করে তারা।

পরে পুরানপুর কোতওয়ালিতে অভিযোগ দায়ের করে হীতেশের পরিবার। অভিযোগ হীতেশ ও তাঁর পরিবার অভিযোগ করেছেন, অতীতে খাণ্ডেলওয়ালরা হীতেশের দাদাকে ঋণের টাকা হিসাবে বেশ কয়েকটি চেক দিয়েছিলেন, কিন্তু সবকটিই বাউন্স করে। কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকাই ছিল না।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। দুই তরফেই সমন দেওয়া হয়েছে, যাতে নিজেদের নিজেদের বক্তব্য তারা থানায় গিয়ে জানাতে পারে। দুই তরফে জিজ্ঞাসাবাদ করার পরই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

English summary
Blind athlete beaten up for seeking loan repayment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X