For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গো-রক্ষার নামে পিটিয়ে খুন, জালে এবার বিজেপিরই এক নেতা

ঝাড়খণ্ডের রামগড়ে মাংস ব্য়বসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় স্থানীয় বিজপি নেতা গ্রেফতার, পরিকল্পনামাফিক খুন বলে দাবি পুলিশের।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডে গো-রক্ষার নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগে এক স্থানীয় বিজেপি নেতাকে গ্রেফতার করল পুলিশ। নিত্যানন্দ মাহাতো নামে রামগড়ের ওই বিজেপি নেতাকে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার গাড়িতে করে মাংস নিয়ে যাওয়ার সময়।[আরও পড়ুন:মহাত্মার দর্শনেই আশ্রয় নিতে হল মোদীকে, গো-রক্ষা হিংসায় শোনাতে হল গান্ধীর অহিংসার কথা]

আসগার আলি নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করে কয়েকজন। তাঁর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও আসগার গাড়িতে করে গো-মাংস নিয়ে যাওয়া হচ্ছিল কিনা সেবিষয়ে কেউই নিশ্চিত নয়।[আরও পড়ুন:বিজেপি শাসিত রাজ্যে গোরক্ষকদের তাণ্ডব, কী বলছেন বিদায়ী রাষ্ট্রপতি]

গো-রক্ষার নামে পিটিয়ে খুন, জালে এবার বিজেপিরই এক নেতা

তবে আসগার আলিকে খুনের পেছনে নিত্যানন্দের ঠিক কী ভূমিকা ছিল তা খোলসা করেনি পুলিশ। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি করেছেন রামগড়ের পুলিশ সুপার কৌশল কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসগার আলিকে পরিকল্পনামাফিক ঠাণ্ডা মাথায় খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়িক শত্রুতার কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। যদিও যাবতীয় অভিযোগই অস্বীকার করেছেন নিত্যানন্দ। রবিবার সন্ধেয় বিজেপির স্থানীয় প্রধান পাপ্পু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবারই গুজরাটের সাবরমতি আশ্রমের একটি অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী সাফ বার্তা দেন, গো-রক্ষার নামে মানুষ খুন মেনে নেওয়া যায় না। একসপ্তাহের মধ্যে পরপর কয়েকটি এই ধরনের ঘটনায় দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসও। এমনকি এই ঘটনাক্রমের নিন্দায় সরব হয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।

English summary
Local BJP leader arrested in connection with Ramgarh lynching case, premeditated murder,claims police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X