For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিয়ের মুরশুমে নোট বাতিল নিয়ে বাবা রামদেবের যুক্তি হাসতে হাসতে আপনার পেটে খিল ধরাবে

সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে যাদের বাড়িতে বিয়ে তারা বিপাকে পড়েছেন। এই প্রসঙ্গে বিজেপি ঘণিষ্ঠ বাবা রামদেবের যুক্তি নিশ্চিত হাসতে হাসতে আপনার পেটে খিল ধরাবে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৮ নভেম্বর : আচমকা সরকারের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের জেরে হাজার হাজার পরিবার বিয়ের মরশুমে সমস্যায় পড়েছে। যদিও গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার সরকার বিয়ের জন্য পরিবারকে একবারে ২.৫ লক্ষ টাকা তোলাতে ছাড় দিয়েছে তবুও সমস্যা তো রয়েই যাচ্ছে। [হিসাব বহির্ভূত নগদকে 'আইনি আয়' হিসাবে দেখাতে যে ফন্দি ফিকির এঁটেছে জনতা!]

নভেম্বর আর ডিসেম্বর বিয়ের মরশুমে সবচেয়ে বেশি চাহিদায় থাকে। অথচ সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের জেরে যাদের বাড়িতে বিয়ে তারা বিপাকে পড়েছেন। এই প্রসঙ্গে বিজেপি ঘণিষ্ঠ বাবা রামদেবের যুক্তি নিশ্চিত হাসতে হাসতে আপনার পেটে খিল ধরাবে। ['নোট বাতিলের পর থেকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একটাও পাথর ছোঁড়া হয়নি']

বিয়ের মুরশুমে নোট বাতিল নিয়ে বাবা রামদেবের যুক্তি হাসতে হাসতে আপনার পেটে খিল ধরাবে

রামদেব হাসতে হাসতে বলেন, "বিজেপিতে অনেকেই অবিবাহিত রয়েছেন...ওঁরা উপলব্ধিই করতে পারেননি যে এটা বিয়ের মরশুম। ওটাই আসল ভুল।" [(ভিডিও) নতুন ২০০০ টাকার নোট জলে ভিজলে কী হবে জানেন? দেখে নিন ]

এরপর বিষয়ের গুরুত্ব বোঝাতে রামদেব বলেন, "সরকার এই সিদ্ধান্ত যদি ১৫ দিন বা ১ মাস পরে নিতে তাহলে বিয়ের বাজার এত জোর ধাক্কা খেত না। তবে একটা সুবিধাও হয়েছে, কেউ এখন আর যৌতুক চাইবে না।" [নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট আসল তা বুঝবেন কী দেখে?]

তবে উল্লেখ্য, নগদের টানাটুনি সত্ত্বেও বুধবার কর্ণাটকের রাজনীতিবিদ জি জনার্দন রেড্ডির মেয়ের অতি বিলাসবহুল বিয়ে সবার নজর টেনেছে। বেঙ্গালুরুর রয়্যাল প্যালেসে অনুষ্ঠিত এই বিয়ের খরচ ৫০০ কোটি টাকা।

English summary
BJP Has Many Bachelors: Baba Ramdev On Notes Ban In Wedding Season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X