For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএম-বিজেপির পর মাকড়ায় ঢোকার মুখে কংগ্রেসকে বাধা পুলিশের

Google Oneindia Bengali News

সিপিএম-বিজেপির পর মাকড়ায় ঢুকতে গিয়ে কংগ্রেসকে বাধা পুলিশের
কলকাতা, ১ নভেম্বর : সিপিএম-বিজেপির পর মাকড়ায় যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হল কংগ্রেসকে। আগেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি শনিবার মাকড়ায় যাবেন। এদিনও যথারীতি চৌমণ্ডলপুরের ব্যারিকেড ভেঙে এগোতে গেলেই বাধা দেয় পুলিশ। চলে কংগ্রেস নেতা-সমর্থকদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি।

সূত্রের খবর অনুযায়ী, এদিন কংগ্রেস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অধীর চৌধরি। পুলিশ আটকাতেই সেখানে মাটিতে বসে বিক্ষোভ দেখাতে শুরু কংগ্রেস কর্মীরা। অধীর চৌধুরি প্রশ্ন তোলেন কেন কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না গ্রামে। কতদিন ধরে এই ১৪৪ ধারা জারি করা থাকবে রাজ্যে তা পুলিশকে জানাতে হবে।

আরও পড়ুন : মাকড়ায় বিজেপির কেন্দ্রীয় দলকে ঢুকতে বাধা, গ্রেফতার নাকভি-সহ কেন্দ্রীয় ও রাজ্য প্রতিনিধিরা

পুলিশ এদিন জানায় পাঁচ-সাতদিনের মাথায় পরিস্থিতি শান্ত হলেই ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। কিন্তু ততদিন পর্যন্ত কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদেরই গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। এর পাল্টা অধীর চৌধুরি জানিয়েছেন, ৭ দিনের মধ্যে যদি ১৪৪ ধারা উঠে যায় তবে ঠিক আছে, নয়তো সাতদিন পরে কংগ্রেস সমর্থকরা এই একই জায়গায় এসে পুলিশ ঘেরাও কর্মসূচী পালন করবে। একইসঙ্গে ব্যারিকেট ভেঙেই গ্রামের ভিতর ঢোকা হবে।

গত কয়েকদিন ধরেই তৃণমূল-বিজেপি সংঘর্যের জেরে উত্তপ্ত হয়ে রয়েছে মাকড়া। সংঘর্ষে মারা গিয়েছেন ৩ জন। আহতে হয়েছেন বহু। বৃহস্পতিবার বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকেও মাকড়ায় ঢোকার মুখে বাধা দেওয়া হয়, এমনকী মুক্তার আব্বাস নাকভি সব বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য প্রতিনিধিদের গ্রেফতার করা হয়। এই ঘটনার তীব্র বিরোধিতা করে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও পুলিশি পদক্ষেপের সপক্ষে সওয়াল করে বিজেপির বিরুদ্ধে পরিস্থিতি অশান্ত করার অভিযোগ তোলে তৃণমূল। এবিষয়ে রাজ্যপালেরও দ্বারস্থ হয় বিজেপি।

English summary
Birbhum violence: Now, standoff between WB police, Congress delegation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X