For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে ভয়াবহ বন্যার কবলে ১.২৬ কোটি মানুষ, মৃতের সংখ্যা ছাড়াল ২০০

বিহারের বন্যায় চরমভাবে বিপর্যস্ত ১.২৬ কোটি মানুষ। একাধিক জায়গায় ক্রমাগত প্লাবনে দিশাহারা মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩ জন।

  • |
Google Oneindia Bengali News

বিহারের বন্যায় চরমভাবে বিপর্যস্ত ১.২৬ কোটি মানুষ। একাধিক জায়গায় ক্রমাগত প্লাবনে দিশাহারা মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৩ জন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২০২ ।

বিহারে ভয়াবহ বন্যার কবলে ১.২৬ কোটি মানুষ, মৃতের সংখ্যা ছাড়াল ২০০

জলের তলায় রয়েছে বিহারের আরারিয়া জেলা। যেখানে প্রবল বন্যায় এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৫৭ জন। এরপরই রয়েছে সীতামারহি জেলা, যেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জন। এছাড়াও কাটিহার, পশ্চিম চম্পারন, মধুবনী, পূর্ব চম্পারন ইত্যাদি এলাকায় বানের তোড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। বিহারের কিষাণগঞ্জেই কেবল মাত্র মারা গিয়েছেন ১১ জন এখনও পর্যন্ত। এছাড়াও মুজাফ্ফরনগর , সাহারসা, খাগারিয়া জেলায় বন্যার কবলে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন।

বিহারে ভয়াবহ বন্যার কবলে ১.২৬ কোটি মানুষ, মৃতের সংখ্যা ছাড়াল ২০০

জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের তরফে ২৮ টি দল এক যোগে উদ্ধার কাজে নেমেছে। প্রতিটি দলে রয়এছএন ১, ১৫২ জন কর্মী। ১১৮ টি করে নৌকা নিয়ে তাঁরা ত্রাণের কাজ চালাচ্ছেন। অন্যদিকে ডিসাস্টার রেসপন্স ফোর্স ৪৬৬ জন কর্মীকে নিয়ে ক্রমাগত উদ্ধারের কাজ করে চলেছে।

English summary
The death toll in Bihar floods rose to 253 on Sunday as the already grim situation worsened with more areas getting affected and around 1.26 crore people facing the deluge.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X