For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার : আদালত চত্বরে বিস্ফোরণ, মৃত ৩, আহত বহু

Google Oneindia Bengali News

আরাহ, ২৩ জানুয়ারি : বিহারের আরাহ জেলার সিভিল কোর্টে তাজা বোমার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। ১৭ জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, এক মহিলা ও এক কনস্টেবল বিস্ফোরণে মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই বিস্ফোরণের জেরে ১০ জন আহত হয়েছেন। এদের সকলের অবস্থাই গুরুতর বলে হাসপাতাল তরফে জানানো হয়েছে। আদালত চত্বরে শুক্রবার দুপুর ১২ টা ৩০ মিনিট নাগাদ এই বিস্ফোরণটি ঘটে।

বিহার : আদালত চত্বরে বিস্ফোরণ, মৃত ৩, আহত বহু

প্রত্যক্ষদর্শীর কথায়, বিস্ফোরণের জেরে যে মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ব্যাগেই বোমা রাখা ছিল। মহিলা মধ্যবয়স্ক ছিলেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শী। এক কুখ্যাত অপরাধীকে মুক্ত করে নিয়ে যেতেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে পুলিশের অনুমান। তবে বিস্ফোরণে ওই মহিলারও মৃত্যু হয়। মহিলাকে এখনও শনাক্ত করা যায়নি।

জেলা প্রশাসনের তরফে এক মহিলা ও বিহার পুলিশের এক কনস্টেবলের মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

বিস্ফোরণের প্রকৃতি এখনও জানা যায়নি। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌছে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়েছে। এনআইএ দল এলাকা থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করবে।

বিস্ফোরণস্থল ঘিরে দেওয়া হয়েছে। যদিও বিস্ফোরণের জেরে আদালত চত্বরে হুড়োহুড়ি পড়ে গেলে সেই সুযোগ নিয়ে ২ জন কয়েদী পালাতে সমর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল পাওয়া গিয়েছে। এই মোবাইলের ফোনবুক এবং ইনবক্স ঘেঁটে তদন্তে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে।

এই ঘটনায় সন্ত্রাস হামলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা আরাহ-র সাংসদ আর কে সিং।

English summary
Bihar: Crude bomb explosion inside Arrah civil court leaves 2 dead, 10 severely injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X