For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহার নির্বাচন : মোদীর হার নিয়ে কী প্রতিক্রিয়া বিদেশি মিডিয়ার

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ নভেম্বর : ২০১৪ সালের লোকসভা ভোটে বিপুল আসন পেয়ে ক্ষমতায় এলেও বিহার বিধানসভা ভোটে একেবারে বিপর্যয় ঘটেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের।

এই নির্বাচনে একেবারে প্রথম থেকেই প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রচারের ক্ষেত্রে কোনও খামতি রাখেননি।

বিহার নির্বাচন : মোদীর হার নিয়ে কী প্রতিক্রিয়া বিদেশি মিডিয়া

বস্তুত, কোনও এক রাজ্য নির্বাচনে এক আগে দেশের কোনও প্রধানমন্ত্রী এভাবে কোমর বেঁধে নেমেছেন বলে মনে করতে পারছেন না কোনও রাজনৈতিক বিশেষজ্ঞ। অথচ এতসব প্রচার সবই জলে গেল। বিহারের মানুষ শেষ পর্যন্ত বেছে নিলেন নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোটকেই।

ফলে এই নির্বাচনের পরাজয়কে একাধারে নরেন্দ্র মোদীর পরাজয় হিসাবেই চিহ্নিত করছে রাজনৈতিক মহল। এব্যাপারে বিদেশি সংবাদমাধ্যমের কী বক্তব্য আসুন জেনে নেওয়া যাক।

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের বক্তব্য, নরেন্দ্র মোদীর ভোট জেতার ক্ষমতায় মরচে পড়তে শুরু করেছে। বিহার নির্বাচনের ফলাফলে স্পষ্ট ভোটারদের প্রতি মোদীর সম্মোহনী ক্ষমতা তলানিতে এসে ঠেকেছে।

বিবিসি-র বক্তব্য, বহুচর্চিত বিহার বিধানসভা নির্বাচনের রায় ঐতিহাসিক। এই ফলাফল নরেন্দ্র মোদীর বিজেপির দিকে চ্যালেঞ্জ শুরু দিয়েছে।

যে পাকিস্তানের কথা বারবার বিহার নির্বাচনের ক্ষেত্রে উঠে এসেছে। সেই পাকিস্তানি সংবাদপত্র 'দ্য ডন' লিখেছে, বিহারের ভোটাররা নরেন্দ্র মোদীকে দূরে ছুড়ে ফেলেছে। একইসঙ্গে সংকীর্ণ জাতীয়তাবাদূ ভাবনাকেও আস্তাকুড়ে নিক্ষেপ করেছে।

আর এক জনপ্রিয় সংবাদমাধ্যম জিও টিভির বক্তব্য, বিহার নির্বাচনে নরেন্দ্র মোদীর হার তার ভোট জেতার ক্ষমতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস লিখেছে, নরেন্দ্র মোদীর ১৭ মাসের কেন্দ্র শাসনের প্রেক্ষিতে বিহার নির্বাচনের ফলাফল ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে।

English summary
Bihar assembly elections 2015 results: How Pakistan, foreign media reacted on Modi’s defeat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X