For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিষেধাজ্ঞা অমান্য করে মদ্যপান, বিহারে মৃত্যু হল ১৩ জনের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পাটনা, ১৭ অগাস্ট : বিহারের গোপালগঞ্জ এলাকায় মদ্যপান করে মৃত্যু হয়েছে ১৩ জনের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যে ১৩ জনের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই অবৈধভাবে মদ্যপান করেছিল। মূলত বিষক্রয়া জনিত কারণে প্রথম্ তারা অসুস্থবোধ করে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর এদের প্রত্যেকের মৃত্যু হয়।[আজব নিয়ম : বিহারে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রান্না বন্ধ]

এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে রাজ্য প্রশাসন। উল্লেখ্য বিহারে নীতিশ কুমারের সরকার ক্ষমতায় আসার পর মদ বিক্রি এবং মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করেন। এই পদক্ষেপ গ্রহণ করার পরে প্রথমবার মদ্যপান করে মৃত্যুর ঘটনা ঘটল বিহারে।[সিঙাড়া-জিলিপি বিলাসিতা বিহারে? ১৩.৫ শতাংশ কর বসালো নীতিশ সরকার!]

নিষেধাজ্ঞা অমান্য করে মদ্যপান, বিহারে মৃত্যু হল ১৩ জনের

গতকাল সন্ধ্যায় ৫ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েছে। হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী এখনও ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে পরমানন্দ মাহাতো, মন্টু গিরি, শশীকান্ত মাহাতো, দীনেশ মাহাতো, উমেস চৌহান, রামজী শর্মা এবং মনোজ সাহার পরিচয় এখনও পর্যন্ত সামনে এসেছে।[ভাইরাল ভিডিও : বিহারে নর্তকীর সঙ্গে সংযুক্ত জনতা দল প্রার্থীর অশ্লীল নাচ]

মদ্যপান করে মৃত্যুর ঘটনা সমনে আসার পর বিহারের বিজেপি নেতৃত্ব নীতিশ কুমারের সরকারকে কোণঠাসা করতে ময়দানে নেমে পড়েছে। বিজেপি নেতা নন্দ কিশোর যাদব এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন , "বিহারে মদ বিক্রি যদি নিষিদ্ধ হয় তাহলে গরীব মানুষের মৃত্যু হচ্ছে কিভাবে? নীতিশ কুমারের সরকার মদ বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্তকে এখনও কার্যকরী করতে সক্ষম হয়নি"।

English summary
bihar:13 people died in hooch tragedy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X