For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একনজরে দেখে নিন মাধ্যমিকের প্রথম দশ স্থানাধিকারীর তালিকা

  • |
Google Oneindia Bengali News

একনজরে দেখে নিন মাধ্যমিকের প্রথম দশ স্থানাধিকারীর তালিকা
কলকাতা, ২২ মে : আজ মাধ্যমিকের ফলপ্রকাশ হল। পরীক্ষার ৭৯ দিনের মাথায় ফলপ্রকাশ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবছর পাশের হার ৮২.৬৬ শতাংশ। ৭০০-র মধ্যে ৬৮৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বাঁকুড়ার এজলাসপুরের বাসিন্দা সুরজিৎ লোহার। তিনি বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র। অন্যদিকে পাণ্ডুয়া রাধারানি গার্লস হাই স্কুলের দেবালী সরকার মেধা তালিকায় ষষ্ঠ স্থানে থাকলেও মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন।

মাধ্যমিকের সেরা দশ
নাম স্কুল প্রাপ্ত নম্বর স্থান
সুরজিৎ লোহার বাঁকুড়া জেলা স্কুল ৬৮৪ প্রথম
অর্চিষ্মান পাণিগ্রাহী হুগলি কলেজিয়েট স্কুল ৬৮৩ দ্বিতীয়
শুভায়ন তালুকদার বালুরঘাট হাইস্কুল ৬৮২ তৃতীয়
শুভজিৎ মণ্ডল বাঁকুড়া জেলা স্কুল ৬৮০ চতুর্থ
শৌভিক ভট্টাচার্য চৌহাটা হাই স্কুল ৬৮০ চতুর্থ
অভীক সরকার জেনকিন্স স্কুল ৬৮০ চতুর্থ
পার্থসারথি সামন্ত দাসপুর বিবেকানন্দ হাইস্কুল ৬৮০ চতুর্থ
প্রমিশে রায় মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় ৬৭৯ পঞ্চম
পার্থপ্রতিম বর্মন জেনকিন্স স্কুল ৬৭৯ পঞ্চম
অঙ্কিত রায় জেনকিন্স স্কুল ৬৭৯ পঞ্চম
রোহিত কুমার আসানসোল ইস্টার্ন রেলওয়ে বয়েজ হাইস্কুল ৬৭৮ ষষ্ঠ
সৌগত ঘোষ কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন ৬৭৮ ষষ্ঠ
দেবালি সরকার পাণ্ডুয়া রাধারানি গার্ল‌্স হাইস্কুল ৬৭৮ ষষ্ঠ
ঋত্বিক দাস বাঁকুড়া জেলা স্কুল ৬৭৮ ষষ্ঠ
শুভদীপ সিংহ মহাপাত্র বাঁকুড়া জেলা স্কুল ৬৭৮ ষষ্ঠ
ময়াঙ্ক চট্টোপাধ্যায় মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম হাইস্কুল ৬৭৮ ষষ্ঠ
বর্ষা দাস কুলটি গার্ল‌্স হাইস্কুল ৬৭৭ সপ্তম
অদিতি চক্রবর্তী কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় ৬৭৭ সপ্তম
তুফান চট্টোপাধ্যায় বাঁকুড়া জেলা স্কুল ৬৭৭ সপ্তম
জয়প্রকাশ বিট বাঁকুড়া জেলা স্কুল ৬৭৭ সপ্তম
কিশলয় মণ্ডল বাঁকুড়া জেলা স্কুল ৬৭৭ সপ্তম
অরিজিৎ সেন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম হাইস্কুল ৬৭৭ সপ্তম
ঋতম বসাক মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম হাইস্কুল ৬৭৭ সপ্তম
পাঞ্চজন্য বর্মন জেনকিন্স স্কুল ৬৭৭ সপ্তম
প্রাচী কর মানকর গার্ল‌্স হাইস্কুল ৬৭৬ অষ্টম
কুশল কুমার ইলশোভা মণ্ডলা হাইস্কুল ৬৭৬ অষ্টম
অয়নদীপ মণ্ডল তারকেশ্বর হাই স্কুল ৬৭৬ অষ্টম
বিনায়ক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলা স্কুল ৬৭৬ অষ্টম
অঙ্কিতা সিট বাঁকুরা মিশন গার্ল‌্স হাইস্কুল ৬৭৬ অষ্টম
অনিশা পাল নবদ্বীপ বালিকা বিদ্যালয় ৬৭৬ অষ্টম
পৌষালি চক্রবর্তী পাণ্ডুয়া রাধারানি গার্ল‌্স হাইস্কুল ৬৭৫ নবম
হৃত শর্মা হুগলি কলেজিয়েট স্কুল ৬৭৫ নবম
অহনা কুন্ডু হাবরা কামিনীকুমার গার্ল‌্স হাইস্কুল ৬৭৫ নবম
বৈষ্ণা বিশ্বাস সাউথ পয়েন্ট হাইস্কুল ৬৭৫ নবম
দেবমাল্য সরকার জেনকিন্স স্কুল ৬৭৫ নবম
আলিঙ্পন বারিক ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউসন ৬৭৫ নবম
রাজদীপ হাটি গোবরদা হাইস্কুল ৬৭৫ নবম
শঙ্খ প্রামাণিক আসানসোল রামকৃষ্ণ মিশন হাইস্কুল ৬৭৪ দশম
জয়ন্ত সিংহ মহাপাত্র বাঁকুড়া জেলা স্কুল ৬৭৪ দশম
অরিত্র মণ্ডল কেন্দুয়া ডিহি হাইস্কুল ৬৭৪ দশম
শুভেন্দু প্রামাণিক কতুলপুর হাইস্কুল ৬৭৪ দশম
শুভ্রদীপ মণ্ডল বেরহামপুর জগন্নাথ অ্যাকাডেমি ৬৭৪ দশম
ধ্রুবজ্যোতি সেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ৬৭৪ দশম
অঞ্চিতা দাস শিলিগুড়ি গার্ল‌্স হাইস্কুল ৬৭৪ দশম
দেবাশিস সাহা তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল ৬৭৪ দশম
জয়াশী সিংহ ধূলিয়াপুর পল্লীশ্রী বানি মন্দির ৬৭৪ দশম
সুচরিতা মল্লিক কেচান্দা ভিপিএ বিদ্যাপীঠ ৬৭৪ দশম
English summary
Best 10 rankings of Madhyamik Exam 2015
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X