For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০০ স্কোয়ার ফিট বাড়ির সম্পত্তি কর ৪.৫৩ কোটি টাকা!

দক্ষিণ বেঙ্গালুরুর কাবেরী নগরে ৬০০ স্কোয়ার ফিটের বাড়িতে বাস করা অসলাম পাশাকে সম্পত্তি করের নোটিশ দিয়েছে বেঙ্গালুরু পুরসভা। অসলাম পাশাকে ৪ কোটি ৫৩ লক্ষ ৩২ হাজার ১৬১টাকা সম্পত্তি কর চোকাতে হবে।

  • |
Google Oneindia Bengali News

অসলাম পাশা দক্ষিণ বেঙ্গালুরুর কাবেরী নগরে ৬০০ স্কোয়ার ফিটের বাড়িতে থাকেন। তাঁর জন্য সম্পত্তি করের নোটিশ অপেক্ষা করে রয়েছে বেঙ্গালুরু পুরসভার রাজস্ব দফতরে। এবং তা কয়েক কোটি টাকা অঙ্কের।

জানা গিয়েছে, অসলাম পাশাকে ৪ কোটি ৫৩ লক্ষ ৩২ হাজার ১৬১টাকা সম্পত্তি কর চোকাতে হবে। তিনি খবর পেয়ে পুরসভা অফিসে গিয়েছিলেন। তবে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিলে গোলমাল রয়েছে। পরে কোনও একদিন আসতে।

৬০০ স্কোয়ার ফিট বাড়ির সম্পত্তি কর ৪.৫৩ কোটি টাকা!

বেঙ্গালুরু পুরসভার অধীনে সম্পত্তি থাকা ব্যক্তিরা আগামী ৩১ মে-র মধ্যে টাকা জমা করলে ৫ শতাংশ ছাড় পাবেন। এই দেখে অনেকেই আগে থেকে টাকা জমা করতে শুরু করেন।

তার মধ্যেই আসলাম পাশার ঘটনা ছাড়া আরও একটি একই রকমের ঘটনা ঘটেছে। বিএন শ্রীনিবাস মূর্তি নামে এক ব্যক্তি যিনি দক্ষিণ বেঙ্গালুরুরই বাসিন্দা, তাঁরও ১ কোটি ৫৯ লক্ষ টাকা বিল এসেছে। অথচ আগের বছরই সম্পত্তি কর হিসাবে ৬ হাজার ২৩৫ টাকা তিনি জমা করে দিয়েছেন।

বেঙ্গালুরু পুরসভার জয়েন্ট কমিশনার এম বেঙ্কটচলাপতি স্বীকার করে নিয়েছেন, এটা পুরসভার প্রযুক্তিগত ক্রুটির ফলেই হয়েছে। ভুল করে এত বিশাল অঙ্কের বিল তৈরি হয়েছে।

English summary
Bengaluru: Rs 4.53 crore property tax for a 600 sqft house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X