For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৬ সালে ৩১৩৫ বার উবার ক্যাব চড়ে রেকর্ড বেঙ্গালুরুর এক বাসিন্দার

বেঙ্গালুরুর এক বাসিন্দা ২০১৬ সালে ৩১৩৫ বার উবার ক্যাব চড়ে রেকর্ড গড়েছেন। অর্থাৎ গড়ে তিনি প্রতিদিন ৮ বার করে উবার চড়েছেন।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৫ ডিসেম্বর : বেঙ্গালুরুর এক বাসিন্দা ২০১৬ সালে ৩১৩৫ বার উবার ক্যাব চড়ে রেকর্ড গড়েছেন। অর্থাৎ গড়ে তিনি প্রতিদিন ৮ বার করে উবার চড়েছেন। শুধু ভারতে নয়, সারা বিশ্বের নিরিখে এটা একটা রেকর্ড বলে ঘোষণা করেছে খোদ উবার কর্তৃপক্ষ।

মার্কিন অনলাইন ক্য়াব সরবরাহকারী সংস্থা উবার মার্কিন মুলুকের পর সবচেয়ে বেশি ব্যবসা ভারতেই করে। গোটা বিশ্বে যত উবার ট্রিপ হয় তার ১২ শতাংশই আসে ভারত থেকে।

২০১৬ সালে ৩১৩৫ বার উবার ক্যাব চড়ে রেকর্ড বেঙ্গালুরুর এক বাসিন্দার

উবারের দক্ষিণ এশিয়া প্রধান অমিত জৈন জানিয়েছেন, শহরের মধ্যে ঘুরে বেড়ানোর প্রয়োজন হলে উবারের চেয়ে ভালো কিছু আর হতে পারে না। সারা বিশ্বেই উবার সকলের কাছে প্রিয় পছন্দ হয়ে উঠেছে।

এবছর ভারতের মধ্যে লখনৌ ও লুধিয়ানায় উবার পরিষেবা চালু হয়েছে। এছাড়া মুম্বই, কলকাতা, হায়দ্রাবাদ ও চেন্নাইয়ে উবার পুল চালু হয়েছে এবছর। এমনকী আগামী বছরের শুরু থেকেই হায়দ্রাবাদে মোটর-বাইক ট্যাক্সি চালু হচ্ছে।

একইসঙ্গে জানানো হয়েছে, ক্যাবে চেপে যাতায়াতে পুলতে উৎসাহ দিতে উবার 'সুইচড টু পুল ক্যাম্পেন' চালু করেছে নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই শহরে।

English summary
Bengaluru rider took record 3,135 Uber trips in 2016
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X