For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ প্রবীন নাগরিক ও নিজেদের গ্রাহকদেরই শুধু নোট বদলাবে ব্যাঙ্ক!

আজ শুধুমাত্র নিজেদের ব্যাঙ্কের গ্রাহকের জমে থাকা কাজ করবে ব্যাঙ্কগুলি। অন্য ব্যাঙ্কের গ্রাহকদের ৫০০ ও ১০০০ টাকা বদলানোর কাজ আজ বন্ধ থাকছে। তবে ছাড়া পাবেন প্রবীন নাগরিকরা।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৯ নভেম্বর : আজ, শনিবার শুধুমাত্র নিজেদের ব্যাঙ্কের গ্রাহকের জমে থাকা কাজ করবে ব্যাঙ্কগুলি। অন্য ব্যাঙ্কের গ্রাহকদের ৫০০ ও ১০০০ টাকা বদলানোর কাজ আজ বন্ধ থাকছে। যদিও এক্ষেত্রে ছাড় রয়েছে প্রবীন নাগরিক তথা সিনিয়র সিটিজেনদের জন্য। প্রবীন নাগরিকরা যে কোনও ব্যাঙ্ক থেকে আজও ৫০০ ও ১০০০ টাকার নোট বদলাতে পারবেন। তবে, রবিবারদিন সব ব্যাঙ্ক বন্ধ থাকছে। [ কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন সাংসদ দেব]

ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের প্রধান রাজীব ঋষি জানিয়েছেন, "এই কদিন ব্যাঙ্কের নিজস্ব গ্রাহকরা ভুগেছেন কারণ ব্যাঙ্ক তাদের কাজ করতে পারেনি। তাই, প্রচুর কাজ জমে রয়েছে। তাই নিজস্ব গ্রাহকদের জমে থাকা কাজই এদিন মেটানোর ব্যবস্থা করা হবে।"

আজ প্রবীন নাগরিক ও নিজেদের গ্রাহকদেরই শুধু নোট বদলাবে ব্যাঙ্ক!

তবে সোমবার থেকে ফের সাধারণ মানুষ যে কোনও ব্যাঙ্ক থেকে গিয়ে ফের পুরনো নোটের বদলে নতুন নোট পেতে পারবেন। [মোদীর চোটে এটিএম-এর লাইনে চম্বলের কুখ্যাত ডাকাত মলখন সিং!]

এদিকে শুক্রবার রাতে এই খবর জানার পরই ফের বিরক্তি প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে বলেন, "নোট বদল একদিনের জন্য স্থগিত। আবার একটা হঠকারি সিদ্ধান্ত। সরকারকে জবাব দিতে হবে। তাহলে কি মুদ্রার ঘাটতি হয়েছে? আর্থিক জরুরীবস্থা।"

English summary
Banks To Exchange Notes Only For Their Own Customers And Seniors Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X