For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মঘটের দিনে খোলা রয়েছে এই ব্যাঙ্কগুলি, বিপর্যস্ত এটিএম সহ নানা পরিষেবা

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের ব্যাঙ্ক ধর্মঘটের ডাকে ২১ টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক , স্টেট ব্যাঙ্ক ও আইডিবিআই ব্যাঙ্কে আজ ব্যাহত হচ্ছে পরিষেবা।

  • |
Google Oneindia Bengali News

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের ব্যাঙ্ক ধর্মঘটের ডাকে ২১ টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক , স্টেট ব্যাঙ্ক ও আইডিবিআই ব্যাঙ্কে আজ ব্যাহত হচ্ছে পরিষেবা। উল্লেখ্য, ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্সের আওতায় রয়েছে ব্যাঙ্কের সাধারণ কর্মী ও অফিসারদের ৯টি ইউনিয়ন । মঙ্গলবারের এই ব্যাঙ্ক ধর্মঘটের জেরে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ধর্মঘটের জেরে এটিএম পরিষেবা বিপর্যস্ত । এরাজ্যের ব্যাঙ্কগুলির যেকটি এটিএম কাউন্টার খোলা রয়েছে, সেখানে সকাল থেকেই গ্রাহকদের লম্বা লাইন চোখে পড়ছে। এরাজ্যের পাশপাশি দেশের বাকি রাজ্যেও পরিষেবা না পাওয়ায় ব্যাঙ্কের গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন।

ধর্মঘটের দিনে খোলা রয়েছে এই ব্যাঙ্কগুলি, বিপর্যস্ত এটিএম সহ নানা পরিষেবা

তবে বেশ কয়েকটি ব্যাঙ্ক আজ খোলা রয়েছে। যেমন আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক মহিন্দ্রা, সিটি ব্যাঙ্কের বিভিন্ন শাখা আজ খোলা। তবে সেখানে চেক ক্লিয়ারেন্সের জন্য সমস্যায় পড়তে হচ্ছে গ্রাহকদের। মূলত, পুনর্গঠনের নামে কেন্দ্র সরকার ব্যাঙ্ক বেসরকারীকরণের যে চেষ্টা করছে, তার প্রতিবাদেই এই ধর্মঘট। এছাড়াও সাধারণ গ্রাহকদের ওপর যেভাবে ব্যাঙ্ক শুল্ক চাপিয়ে দিচ্ছে তারও বিরোধিতা করে এই ধর্মঘটে সামিল হয়েছে বিভিন্ন ব্য়াঙ্ক কর্মীদের সংগঠন। সংগঠনগুলির দাবি ,তাঁদের দাবি দাওয়া না মিটলে ১৫ সেপ্টেম্বর তাঁরা সংসদ অভিযানও করবেন।

English summary
The bank strike today is likely to disrupt the functioning of 21 public sector banks including State Bank of India and IDBI. Banks are on a nation wide strike today, August 22 to protest the government's move to privatise public sector banks.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X