For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভগবানের পুজোয় ৮৮ লক্ষ টাকা, কেজিখানেক সোনা দিয়ে আসন সাজালেন এক রিয়েল এস্টেট দালাল, কোন রাজ্যের ঘটনা

ভগবানকে তুষ্ট করতে বেঙ্গালুরুর এক রিয়েল এস্টেট দালাল যা করলেন তা কল্পনা করা কঠিন।

  • |
Google Oneindia Bengali News

ফুল-বেলপাতা দিয়ে পুজোর আসন সাজানোটাই যুগ যুগ ধরে রীতি ভারতে। তবে ভগবানকে তুষ্ট করতে বেঙ্গালুরুর এক রিয়েল এস্টেট দালাল যা করলেন তা কল্পনা করা কঠিন। কে সূর্যনারায়ণ বড় মহালক্ষ্মী পুজোয় আসন সাজালেন ৮৮ লক্ষ টাকা ও ১.২৩ কেজি সোনা দিয়ে।

পুজোয় ৮৮ লক্ষ টাকা, সোনা দিয়ে আসন সাজালেন এক ব্যক্তি

নিজের বাড়ি পুজোয় এই কীর্তি করে সেই ছবি ঘটা করে তুলে স্যোশাল মিডিয়ায় ছাড়েন তিনি। ব্যস, তারপরই ভাইরাল হয়ে যায় সূর্যনারায়ণের কীর্তি। যদিও এত টাকা ও সোনার গয়না তাঁর কষ্টার্জিত বলে দাবি করেছেন তিনি।

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে আয়কর হানা হয়েছে এই রাজ্যেরই কংগ্রেস বিধায়ক ডিকে শিবকুমারের বাড়িতে, সেখানে কীভাবে একেবারে প্রকাশ্যে সূর্যনারায়ণের মতো ব্রোকার সবকিছু সামনে দেখিয়ে কর ফাঁকি দিয়েও ছাড় পেয়ে যাচ্ছেন।

সূর্যনারায়ণ দাবি করেছেন, এবছর তিনি ১৩ লক্ষ টাকা কর দিয়েছেন এবং তিনি ১৫ কোটি টাকার মালিক। এমন ছবি দিয়ে বিপাকে পড়ে নিজের ভুল স্বীকার করেছেন সূর্যকুমার। তবে ততক্ষণে সকলের চোখে পড়ে গিয়েছেন তিনি। আপাতত তিনি সমালোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁকে নিয়ে প্রশাসন কোনও পদক্ষেপ করে কিনা সেটাই দেখার।

English summary
Bangalore broker offers Rs 88 lakh cash, pots of gold in pooja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X