For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চারিদিক বন্যায় প্লাবিত, তারই মাঝে নৌকায় শিশুর জন্ম, ঘটনায় চাঞ্চল্য

বন্যায় প্লাবিত বিহারের মধুবনী জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দলের নৌকায় জন্ম হল এক শিশুর।

  • |
Google Oneindia Bengali News

বিহারের মধুবনী জেলা বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে। তারই মাঝে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে প্রেরিত উদ্ধারকারী দলের নৌকায় জন্ম হল এক শিশুর। সাহায্যকারী দল গর্ভবতী মহিলার ডেলিভারিতে সাহায্য করে নজির গড়লেন।

চারিদিক বন্যায় প্লাবিত, তারই মাঝে নৌকায় শিশুর জন্ম

গর্ভবতী মহিলাকে মধুবনী জেলার বেনাপট্টি ব্লক থেকে উদ্ধার করা হয়। নৌকায় তোলা হলে সেখানেই সন্তান প্রসব করেন তিনি। এনডিআরএফ-এর তরফে নবম ব্যাটেলিয়নের কম্যান্ডান্ট বিজয় সিনহা একথা জানিয়েছেন।

এনডিআরএফের তরফে বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধারকার্যের জন্য যাওয়া হয়েছিল। তাঁদের সঙ্গে নার্স ও মেডিক্যাল স্টাফও ছিলেন। তাঁরাই গর্ভবতী মহিলাকে সন্তান প্রসবে সাহায্য করেন।

এবারই প্রথম নয়, এর আগেও এনডিআরএফের তরফে গতবছরে চারজন গর্ভবতী মহিলাকে সন্তান প্রসবে সাহায্য করা হয়েছিল। আর এবার মোট ৬জন গর্ভবতী মহিলাকে মুজফফরপুর, পুর্নিয়া, কাটিহার জেলার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

English summary
Baby born on boat in flood hit Bihar, NDRF team help pregnant woman deliver baby
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X