For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই রাজ্যে,পরিস্থিতি মোকাবিলায় ড্রোন দিয়ে লঙ্কাগুঁড়ো ছেটাবে পুলিশ

যেকোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে এবার নতুন এক যু্দ্ধবিদ্যার সাহায্য নিচ্ছে পুলিশ। অউরাঙ্গাবাদ পুলিশ এবার থেকে আকাশপথে ড্রোনের মাধ্যমে ঘটনাস্থলে লঙ্কাগুঁড়ো ছেটানোর পন্থা গ্রহণ করতে চলেছ

  • |
Google Oneindia Bengali News

অউরঙ্গাবাদ, ৩ মে: যেকোনও রকমের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে এবার নতুন এক যু্দ্ধবিদ্যার সাহায্য নিচ্ছে পুলিশ। অউরাঙ্গাবাদ পুলিশ এবার থেকে আকাশপথে ড্রোনের মাধ্যমে ঘটনাস্থলে লঙ্কাগুঁড়ো ছেটানোর পন্থা গ্রহণ করতে চলেছে। পুলিশের আগেই ঘটনাস্থলে এই ড্রোনগুলি পৌঁছে যাবে। সেরকমই ক্ষমতা রয়েছে ড্রোনগুলির বলে জানা গিয়েছে।

ড্রোন ব্যবহার করে এবার থেকে শুধু পরিস্থিতির ওপর নজর রাখাই নয়, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাও সম্ভব হবে। কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এই ধরণের ড্রোন ব্যবহার করে , পরিস্থিতি সামলাবে অউরাঙ্গাবাদ পুলিশ।

এই রাজ্যে,পরিস্থিতি মোকাবিলায় ড্রোন দিয়ে লঙ্কাগুঁড়ো ছেটাবে পুলিশ

উত্তর প্রদেশের অউরাঙ্গাবাদের নতুন পুলিশ কমিশনর হিসাবে দায়িত্ববার গ্রহণ করেছেন যশস্বী যাদব। তিনিই এইভাবে ড্রোনকে ব্যবহার করার উদ্যোগ নিয়েছেন। এলাকার জন্য় ১০ টি এই ধরনের ড্রোন-এর অর্ডারও ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এছাড়াও শহরে নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন এই পুলিশ কমিশনার ১ হাজার সিসিটিভি ক্যামেরাও অর্ডার দিয়েছেন।

English summary
Aurangabad police to acquire drones with chilli powder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X