For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকের বিদারে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেনের দুটি বগি, তদন্তে রেল

কর্ণাটকের বিদারে এদিন শুক্রবার সকালে লাইনচ্যুত হল ঔরঙ্গাবাদ-হায়দ্রাবাদ প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছে বিদারের ঔরাদ তালুকের কাগালপুরা এলাকায়।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২১ এপ্রিল : কর্ণাটকের বিদারে এদিন শুক্রবার সকালে লাইনচ্যুত হল ঔরঙ্গাবাদ-হায়দ্রাবাদ প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছে বিদারের ঔরাদ তালুকের কাগালপুরা এলাকায়। কাগালপুরা ও বালকি স্টেশনের মাঝে প্যাসেঞ্জার ট্রেনটি লাইনচ্যুত হয়।

দক্ষিণ রেলওয়ার মুখ্য জনসংযোগ আধিকারিক উমা শঙ্কর জানিয়েছেন, হায়দ্রাবাদ রেলওয়ে জোনে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত কোনও যাত্রীর হতাহতের খবর আসেনি। ঘটনার খবর পেয়ে রেলের একটি উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে।

কর্ণাটকের বিদারে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেনের দুটি বগি

সেখানে গিয়ে উদ্ধারকার্য চালানো হচ্ছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তাছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। ট্রেনের মধ্যে থাকা প্যাসেঞ্জারদের স্থানীয়রাই বের করে এনেছেন। সকালে ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধারকার্য চালান।

রেলের তরফে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে।

হায়দ্রাবাদ - ০৪০-২৩২০০৮৬৫
পারলি - ০২৪৪৬-২২৩৫৪০
বিকারাবাদ - ০৮৪১৬-২৫২০১৩

জানানো হয়েছে, সব যাত্রীরাই সুরক্ষিত রয়েছেন। তাদের হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছে। রেলের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে গিয়েছেন। এবং কীভাবে এই ঘটনা ঘটল তার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জঙ্গি নাশকতার ছক ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

English summary
Aurangabad-Hyderabad passenger train derails in Bidar, Karanataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X