For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিএম থেকে কার্ডে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিল কেন্দ্র

এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ৪৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে দিল কেন্দ্র। এদিন একটি ঘোষণার মাধ্যমে একথা জানানো হয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি : এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা ৪৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করে দিল কেন্দ্র। এদিন একটি ঘোষণার মাধ্যমে একথা জানানো হয়েছে। অর্থাৎ এখন থেকে প্রতিদিন প্রতিটি কার্ডে আপনি ১০ হাজার টাকা করে তুলতে পারবেন।

২০২০-র মধ্যে ATM-এ কার্ডে লেনদেন বন্ধ! তার জায়গায় কী আসবে জানেন কি?

আধার কার্ডে কিভাবে করবেন ব্যাঙ্কের লেনদেন?

এছাড়া জানানো হয়েছে যে কারেন্ট অ্যাকাউন্ট থেকে আগে যেমন সপ্তাহে ৫০ হাজার টাকা তোলা যেত তা এদিন থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রতি সপ্তাহে ১ লক্ষ টাকা করে কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি তুলতে পারবেন।

এটিএম থেকে কার্ডে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়িয়ে দিল কেন্দ্র

রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণার পর আরও জানানো হয়েছে যে নোট বাতিলের পরপর বাকী আর যে সমস্ত ঘোষণা করা হয়েছিল আপাতত সেগুলি অপরিবর্তিতই থাকছে।

'একদিকে ছাপা একদিকে সাদা' ৫০০ টাকার নোট বেরল ATM থেকে

ভারত 'ক্যাশলেস' হবে, মানেন না খোদ দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কের প্রধান

গতবছরের ৮ নভেম্বর ৫০০ ও ১ হাজারের নোট বাতিলের ঘোষণা করে কেন্দ্র। তখনই জানানো হয়েছিল এটিএম থেকে প্রতিদিন ২ হাজারের বেশি টাকা তোলা যাবে না। পরে তা একবার বাড়িয়ে ২৫০০ টাকা ও ফের একবার বাড়িয়ে ৪৫০০ টাকা করা হয়। এবার তা বাড়িয়ে ১০ হাজার টাকা কার্ড প্রতি প্রতিদিন করে দেওয়া হল।

English summary
ATM withdrawal limit hiked to Rs 10,000 a day : RBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X