For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচব ২০১৭: বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশ গোয়ায় এগিয়ে BJP, পাঞ্জাবে কং-আপ জোর টক্কর

পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ সহ তিন রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসতে পারে। ৯ মার্চ বুথ ফেরত সমীক্ষার ফলে অন্তত তারই ইঙ্গিত।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১০ মার্চ : পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশ সহ তিন রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসতে পারে। ৯ মার্চ বুথ ফেরত সমীক্ষার ফলে অন্তত তারই ইঙ্গিত। এমনকী উত্তরপ্রদেশেও সমাজবাদী-কংগ্রেসের জোট বিজেপি হাওয়া আটকাতে পারবে না বলেই পূর্বাভাস বুথ ফেরত সমীক্ষায়। তবে আসল ফলাফল তো জানা যাবে ১১ মার্চ।[বুথ ফেরত সমীক্ষা: সাম্প্রতিক অতীতে কতটা সঠিক হয়েছে এই ধরণের সমীক্ষাগুলি]

তবে পাঞ্জাবে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে জোরদার টক্কর হবে। তবে এই রাজ্য থেকে জয় কোন দলের হবে তার স্পষ্ট ইঙ্গিত মেলেনি বুথ ফেরত সমীক্ষায়। প্রথমবার এই রাজ্যে লড়াইয়ে নেমে দিল্লির মতো চমক দিতে না পারলেও নির্বাচনের ফলে এই নবীন দলের একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।[উত্তরপ্রদেশে বুথ ফেরত সমীক্ষা কী বলছে? কার দখলে যাবে রাজ্যের ভার, জেনে নিন]

বিধানসভা নির্বাচব ২০১৭: বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরপ্রদেশ গোয়ায় এগিয়ে BJP, পাঞ্জাবে কং-আপ জোর টক্কর

শনিবার সকাল থেকে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, উত্তরাখণ্ড ও গোয়া এই পাঁচ রাজ্যের ভোটগণনা শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণার পর এই প্রথম নির্বাচন। নোট বাতিলের কোনও প্রভাব নির্বাচনে পড়ে কি না তার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশে।[পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০১৭ বুথ ফেরত সমীক্ষা]

এই পাঁচ রাজ্যের নির্বাচনের গুরুত্ব অনেক, বিশেষত করে মনে করা হচ্ছে এই নির্বাচনের ফল ২০১৯ সালের সাধারণ নির্বাচনের ফাইনাল ম্যাচের আগে সেমিফাইনাল ম্যাচ। এই নির্বাচণের ফলাফলই আগামী নির্বাচনের সমীকরণকে আকার দিতে শুরু করবে। যদি ১১ মার্চের নির্বাচনী ফল বুথ ফেরত সমীক্ষার ফলের সঙ্গে মিলে যায় তাহলে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অর্থনীতি পুনর্গঠনে নয়া প্রেরণার সঞ্চার করতে পারে।[বুথ ফেরত সমীক্ষা : মণিপুর বিধানসভা নির্বাচন]

অতীতে অধিকাংশ সময় দেখা গিয়েছে বুথ ফেরত সমীক্ষার ফল আর চূড়ান্ত ফলে আকাশ পাতাল তফাৎ রয়েছে। বিশেষ করে নয়াদিল্লি ও বিহার নির্বাচনের ক্ষেত্রে পুরো হিসাবটাই উল্টে গিয়েছিল।[বুথ ফেরত সমীক্ষা: উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচন ২০১৭]

উত্তরপ্রদেশে ১৪ বছর পর ফের ক্ষমতালাভের আশা দেখছে বিজেপি। বুথ ফেরত সমীক্ষা বিজেপির সেই আত্মবিশ্বাস আরও জোরদার করেছে। দুটি বুথ ফেরত সমীক্ষায় যেখানে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে, সেখানে অন্য দুটি সমীক্ষায় বিজেপি ও সপা-কং জোটে জোরদার টক্কর দেখা গিয়েছে। তবে প্রত্যেকটি সমীক্ষাই তৃতীয় স্থানে রেখেছে মায়াবতীর বিএসপিকে।[গোয়া বিধানসভা নির্বাচন ২০১৭ : কী বলছে বুথ ফেরত সমীক্ষা?]

English summary
Assembly elections 2017: Exit polls say BJP ahead in UP, Goa; Congress and AAP neck-and-neck in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X