For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একনজরে : নোট বাতিল নিয়ে বক্তব্য রাখলেন অরুণ জেটলি

গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর থেকে ৫০ দিনের সময়সীমা শেষ বতে আর ১ দিন বাকি। তারই আগে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর : গত ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর থেকে ৫০ দিনের সময়সীমা শেষ বতে আর ১ দিন বাকি। তারই আগে সাংবাদিক বৈঠক করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। নোট বাতিলের ঘোষণার পর থেকে সরকারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন জেটলি।

এদিন তাঁর বক্তব্যে যে যে বিষয়গুলি ধরা পড়ল তা একঝলকে দেখে নেওয়া যাক।

একনজরে : নোট বাতিল নিয়ে বক্তব্য রাখলেন অরুণ জেটলি

  • রিমনিটাইজেশন বা বাতিল নোটের সমমূল্যের নতুন নোট বাজারে আনার পদ্ধতি আরও বেশি উন্নত। কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।
  • আরবিআইএর কাছে বিশাল পরিমাণ মুদ্রা রয়েছে, পুরনো নোটের একটা বড় অংশই বদলানো হয়েছে। ৫০০ টাকার আরও নোট বাজারে ছাড়া হবে।
  • আরও বেশি করে মুদ্রা বাজারে পুনরায় সরবরাহ করা হবে, ব্যাঙ্কের ঋণ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে।
  • ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রত্যক্ষ কর ১৩.৬ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং পরোক্ষ করের পরিমাণ ২৬.২ শতাংশ পর্যন্ত বেড়েছে। আবগারি বেড়েছে ৪৩.৩ শতাংশ।
  • জীবন বিমার ব্যবসা বেড়েছে, পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবহার বেড়েছে। পর্যটন এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমান বেড়েছে।
  • ভারতের মানুষ যারা নোট বাতিলের সিদ্ধান্তকে সরকারকে সমর্থন করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ।
  • গত বছরের তুলনায় রবিশস্য ৬.৩ শতাংশ পর্যন্ত বেড়েছে।
  • নোট বাতিলের উপকারিতা দেখা যাচ্ছে। ব্যাঙ্কগুলি যে পরিমাণ কর সংগ্রহ করছে তা চোখে পড়ছে।
  • সমালোচকরা ভুল প্রমাণিত হয়েছেন, নোট বাতিলের জেরে জিডিপি-তে এই ত্রৈমাসিকে প্রতিকূল প্রভাব পড়তে পারে তবে যতটা খারাপ হবে বলে অনুমান করা হয়েছিল ততটা বাজে হয়নি।
English summary
Arun Jaitley Thanks People For Supporting Notes Ban, Says 'We Are Extremely Grateful': Highlights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X