For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ বাজেট ২০১৭: কর্মসংস্থান নিয়ে কী কী ঘোষণা হল ?

আজ সাধারণ বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলী বলেন, কর্মসংস্থান গড়ে তোলাই সরকারের বড় লক্ষ্য।

  • |
Google Oneindia Bengali News

আজ সাধারণ বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলী বলেন, কর্মসংস্থান গড়ে তোলাই সরকারের বড় লক্ষ্য। ২০১৭-১৮ সালের সাধারণ বাজেটে দেশের যুব সমাজ ও কর্ম সংস্থান নিয়ে একগুচ্ছ কর্মসূচী ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলী। কর্মসংস্থান ক্ষেত্রে কী কী বরাদ্দ হল বাজেটে একজনরে দেখা যাক।[Budget 2017 : সমস্ত খবর একঝলকে জেনে নিন এখান থেকে]

সাধারণ বাজেট: কী কী পেল কর্মসংস্থান ক্ষেত্র ?

  • কর্মসংস্থানের জন্য দেশে ৪ হাজার কোটি টাকার কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির নাম, স্কিল অ্যাকুইজিশান অ্যান্ড নলেজ অ্যাওয়ারনেস ফর লাইভলিহুড প্রমোশন প্রোগ্রাম বা 'সনকল্প'।[Demonetisation নিয়ে কী মতামত জানাল ইকোনমিক সার্ভে রিপোর্ট? ]
  • এই কর্মসূচির আওতায় সারা দেশে ৩.৫ কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে।
  • প্রধানমন্ত্রী কুশল কেন্দ্র যোজনা সারা দেশের আরও ৬০০টি জেলায় ছড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে । এর আগে সারাদেশের প্রায় ৬০ টি জেলায় ছিল এই কেন্দ্র গুলি।[বাজেটের আগে পেশ হল ইকোনমিক সার্ভে রিপোর্ট : জেনে নিন কি রয়েছে তাতে]
  • সারা দেশে তৈরি করা হবে ১০০টি ইন্ডিয়া ইন্টারন্যশনাল স্কিল সেন্টার । যার মাধ্যমে আধুনিক পন্থায় দেশের যুবকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এতে যে সমস্ত যুবকরা দেশের বাইরে গিয়ে কাজ করতে চান তাদের কাজের সুযোগ বাড়বে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
  • পরবর্তীকালে স্কিল স্ট্রেনদেনিং ফর ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু এনহেন্সমেন্ট প্রকল্প চালু হবে ২০১৭-১৮ আর্থিক বছরে। যার জন্য বরাদ্দ হয়েছে ২,২০০ কোটি টাকা। এর আওতায় কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া হবে। যা আইটিআই গুলিতে দেওয়া হয়ে থাকে।[বাজেট ২০১৭ : তিন লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না]
English summary
Finance Minister Arun Jaitley on unveiled measures to maximize the employability potential of the youth, and also announced a Rs4,000 crore programme.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X