For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্মনাভস্বামী মন্দিরের সিন্দুক থেকে উধাও একাধিক দূর্মূল্য হিরে, দানা বাঁধাছে রহস্য

কেরলের বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দির থেকে খোয়া গিয়েছে ৮ টি দুর্মূল্য হিরে। এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে কেরল পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে হিরেগুলি চুরি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কেরলের বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দির থেকে খোয়া গিয়েছে ৮ টি দুর্মূল্য হিরে। এই অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে কেরল পুলিশ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে হিরেগুলি চুরি করা হয়েছে। সুপ্রিমকোর্টকে এই ঘটনার প্রেক্ষিতে জানানো হয়েছে, এই হিরে মন্দিরের দেবতার নিত্যপুজোয়ে খুবই জরুরী। উল্লেখ্য , এই মামলায় নিরপেক্ষ আইনি পরামর্শদাতার ভূমিকায় রয়েছেন গোপাল সুব্রহ্মমণ্যম।

পদ্মনাভস্বামী মন্দিরের সিন্দুক থেকে উধাও একাধিক দূর্মূল্য হিরে, দানা বাঁধাছে রহস্য

এই ঘটনা সামনে আসার ১০ মাস আগে মন্দিরের সম্পত্তির অডিট করার সময় দেখা যায়, প্রায় ১৮৯ কোটি টাকার সোনা রহস্যজনকভাবে উধাও মন্দিরের গোপন সিন্দুক থেকে। উল্লেখ্য এই সিন্দুক মন্দিরের সবচেয়ে পবিত্রস্থানে রাখা হয়, যার ধারে কাছে কারোরই আসার ক্ষমতা নেই। প্রশ্ন উঠছে এত কড়া নিরাপত্তা সত্ত্বেও কী করে এই ঘটনা ঘটে গেল মন্দিরের মধ্য থেকে।

গোপাল সুব্রহ্মমণ্যম জানিয়েছেন ৮ টি হিরে উধাও হওয়ার ঘটনা সামনে আসে ২০১৫ সালের অগাস্ট মাসে। এরপর মন্দিরের পুজারী ২০১৬ সালে এবিষয়টি উত্থাপন করেন। তারপর এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়। তবে তার আগে পর্যন্ত মন্দির কর্তৃপক্ষ বাইরে বলার চেষ্টা করেছে যে হিরেগুলি ভেঙেছে মাত্র ,চুরি হয়নি। মন্দির কর্তৃপক্ষ কেনই বা তখন এমন বার্তা দেওয়ার চেষ্টা করেছ, তা নিয়েো তদন্তে নেমেছে পুলিশ।

English summary
Eight antique diamonds of an idol at the Sree Padmanabhaswamy temple have been missing and the crime branch of the Kerala Police is investigating the alleged theft, reported The Hindu. Amicus curiae Gopal Subramanium also informed the Supreme Court that the missing diamonds were a vital part of the daily rituals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X