For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমরনাথ হামলার সাতদিনের মাথায় আরও এক মৃত্যু

মৃত্যু হল আরও এক অমরনাথ যাত্রীর। জঙ্গি হামলায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অমরনাথ যাত্রায় হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

মৃত্যু হল আরও এক গুলিবিদ্ধ অমরনাথ যাত্রীর । গত সোমবার রাতে অনন্তনাগে অমরনাথ পূণ্যার্থীদের ওপর জঙ্গি হামলায় গুরুতর আহত হয়েছিলেন ললিতাবেন নামে সাতচল্লিশ বছরের ওই মহিলা। শ্রীনগরের এসকেআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সকালে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। অমরনাথ যাত্রীদের ওপর হামলার ঘটনায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ হল।[অরও পড়ুন:প্রধানমন্ত্রীই নাকি জঙ্গিদের সুযোগ করে দিচ্ছেন]

অমরনাথ হামলার সাতদিনের মাথায় আরও এক মৃত্যু

গত সোমবার রাতে অমরনাথ যাওয়ার পথে খানাবলের কাছে একটি বাসে হামলা চালায় জঙ্গিরা। ওই রাতেই গুজরাতের ৫জন ও মহারাষ্ট্রের ৫জন পূণ্যার্থীর মৃত্যু হয়। ওই রাতেই ললিতাবেন সহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। লস্কর-এ-তৈবা জঙ্গিরাই পরিকল্পনামাফিক এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত পুলিশ। অবশ্য এই হামলার মাস্টারমাইন্ড আবু ইসমাইল এখনও পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে।

গত সোমবারের এই হামলা থেকে অমরনাথ যাত্রার ইতিহাসে সব থেকে বড় হামলা বলেই মনে করা হচ্ছে। আগে থেকে গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা থাকা সত্ত্বেও কীভাবে হামলা হল সেই প্রশ্ন যেমন উঠে এসেছে তেমনই নিরাপত্তায় গাফিলতির অভিযোগেও সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

English summary
Another Amarnath devotee succumbs to bullet injures.Death toll in Amarnath attack rises to 8.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X