For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডোকলাম বিতর্কের মাঝেই চিনা সেনা ঢুকল চামোলিতে, তবে কি যুদ্ধ আসন্ন

দুই দেশের মধ্যে সীমান্তে উত্তাপ বাড়াতে উত্তরাখণ্ডের চামোলিতে সেনা ঢুকিয়ে দিল চিন।

  • |
Google Oneindia Bengali News

সিকিম সীমান্তে ডোকলামের তরাই এলাকা নিয়ে ভারত-চিন বিতর্ক চলছে প্রায় দু'মাস হল। তার মাঝেই দুই দেশের মধ্যে সীমান্তে উত্তাপ বাড়াতে উত্তরাখণ্ডের চামোলিতে সেনা ঢুকিয়ে দিল চিন।

সূত্রের খবর, গত ২৫ জুলাই দশ জন চিনা সৈন্য উত্তরাখণ্ডের চামোলির বরাহতি এলাকায় ঢুকে পড়ে। সিকিমের ডোকলাম এলাকার বিতর্ক নিয়ে চিনা রাষ্ট্রপতি শি জিনপিং ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠকের মধ্যেই এই ঘটনা ঘটেছে।

ডোকলাম বিতর্কের মাঝেই চিনা সেনা ঢুকল চামোলিতে

ভারতের সঙ্গে বৈঠকের পরে চিন ইতিমধ্যেই জানিয়েছে, ভারত ডোকলাম এলাকা থেকে সেনা সরালে তবেই আলোচনায় বসবে। তবে চিনের এই প্রস্তাবে রাজি হতে পারেনি ভারত। কোনওভাবেই চিনা সৈন্য না সরলে ভারতও একতরফাভাবে সরবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

ঘটনা হল ভারত-ভূটান-চিন সীমান্তের মধ্যবর্তী ত্রিভূজাকৃতি ডোকলাম এলাকায় চিন রাস্তা বানাতে চেয়ে সেনা নামিয়ে কাজ শুরু করে। তারই বিরোধিতা করে ভারত সেই অঞ্চলে সেনা নামায়। তা নিয়েই দুই দেশের দ্বন্দ্ব চরমে উঠেছে।

English summary
Amidst Doklam crisis, Chinese army entered Uttarakhand’s Chamoli district
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X