For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ২৫৯ টাকায় ১০ জিবি ৪জি ডেটা দেবে এয়ারটেল, কীভাবে পাবেন জেনে নিন

এয়ারটেল ১০ জিবি ৪জি/৩জি ডেটা দিচ্ছে মাত্র ২৫৯ টাকার রিচার্জে। ৪জি হ্য়ান্ডসেটের সঙ্গে এই সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে ১জিবি ডেটা তৎক্ষণাৎ পাবেন গ্রাহক, বাকী ৯ জিবি ডেটা MyAirtel অ্যাপের মাধ্যমে পাবেন।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ইন্টারনেট নিয়ে যেন যুদ্ধ লেগে গিয়েছে টেলিকম কোম্পানিগুলির মধ্যে। রিলায়েন্স জিও, বিএসএনএলের পাশাপাশি এবার এয়ারটেল নিয়ে এল নতুন ডেটা প্ল্যান। একমাত্র ৪জি মোবাইল হ্যান্ডসেটেই এই সুবিধা পাওয়া যাবে। [ভোডাভোনে প্রতি জিবি ডেটা মিলবে ২৫ টাকায়!]

এয়ারটেল ১০ জিবি ৪জি/৩জি ডেটা দিচ্ছে মাত্র ২৫৯ টাকার রিচার্জে। ৪জি হ্য়ান্ডসেটের সঙ্গে এই সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে ১জিবি ডেটা তৎক্ষণাৎ পাবেন গ্রাহক, বাকী ৯ জিবি ডেটা MyAirtel অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। [রিলায়েন্স জিও-কে টক্কর দিতে আরও সস্তার এই প্যাকেজ বিএসএনএলের]

মাত্র ২৫৯ টাকায় ১০ জিবি ৪জি ডেটা দেবে এয়ারটেল, জানুন বিশদে

জানা গিয়েছে, ২৮ দিনের জন্য এই ডেটা পাওয়া যাবে। তিন মাসের মধ্যে মোট তিনবার এমন রিচার্জ করতে পারবেন গ্রাহক। দেশের মোট ১৮টি সার্কেলে এই মুহূর্তেওয়ারটেল ৪জি সুবিধা রয়েছে। যেখানে এই সুবিধা নেই, সেখানে ৩জি ডেটাই গ্রাহকেরা পাবেন ৪জি পরিষেবার মতো করে। [রিলায়েন্স জিও সম্পর্কে জেনে নিন বিশদে]

ভারতী এয়ারটেলের তরফে ডিরেক্টর অজয় পুরী জানান, দেশে ৪জি নেটওয়ার্কের প্রণেতা আমরাই। এই উদ্বোধনী অফার আমাদের ইন্টারনেট প্রিয় গ্রাহকদের জন্য। যাতে তারা নতুন হ্যান্ডসেটে হাইস্পিড এয়ারটেল ৪জি পরিষেবা উপভোগ করতে পারেন। [রিলায়েন্স জিও থেকে কী কী সুবিধা পাবেন জেনে নিন একনজরে]

English summary
Airtel to offer 10GB data for Rs 259 across India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X