For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীর গোমূত্র পানের বিকৃত ছবি শেয়ার সাংবাদিকের, পাল্টা ভাইরাল রাহুলের গোমূত্র পানের বিকৃত ছবি

গোরক্ষা ইস্যুতে এবার ভাইরাল হল গোমূত্র পানের বিকৃত ছবি। আর এই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় যুদ্ধে মেতেছেন যোগী আদিত্যনাথ বনাম রাহুল গান্ধী শিবির। বিতর্কে নাম জড়িয়েছে এক সাংবাদিকের।

  • By DIBYENDU SAHA
  • |
Google Oneindia Bengali News

যোগীর গোমূত্র পানের বিকৃত ছবি শেয়ার সাংবাদিকের, পাল্টা ভাইরাল রাহুলের গোমূত্র পানের বিকৃত ছবি

এই ছবি ঘিরেই উত্তাল উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও কিনা গোমূত্র পান করছেন। ট্যুইটারে এমনই শেয়ার করেন বিশিষ্ট সাংবাদিক তভলিন সিং। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। মতামতের দিক থেকে কেন্দ্র বিরোধী এই সাংবাদিকের ট্যুইটার শেয়ারে সোশ্যাল মিডিয়ায় চলে সমালোচনার ঝড়। বিকৃত ছবি শেয়ার করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগ ওঠে তভলিনের বিরুদ্ধে। তবে তভলিন তাঁর ট্যুইটার পোস্টে জানাচ্ছেন, তিনি মনে করেছিলেন গোমূত্র হিন্দুদের কাছে পবিত্র। এবং ছবিটিও সঠিক। গোমূত্র কি পবিত্র নয়, দমে না গিয়ে সে-প্রশ্নও তুলেছেন তিনি।

যোগীর গোমূত্র পানের বিকৃত ছবি শেয়ার সাংবাদিকের, পাল্টা ভাইরাল রাহুলের গোমূত্র পানের বিকৃত ছবি


এতে উৎসাহিত হয়ে কেউ কেউ ব্যাঙ্গও করেছেন বিষয়টিকে নিয়ে। রাহল গান্ধীর বিকৃত ছবি পোস্ট করে সেটিকেও শেয়ার করতে তভলিন সিং-কে অনুরোধ করেছেন।

যোগীর গোমূত্র পানের বিকৃত ছবি শেয়ার সাংবাদিকের, পাল্টা ভাইরাল রাহুলের গোমূত্র পানের বিকৃত ছবি

যদিও আসল ছবিটির খোঁজও পাওয়া গিয়েছে। যেখানে দেখা গিয়েছে উত্তরপ্রদেশের এক পুলিশ অফিসার কল টিপে মুখ্যমন্ত্রীকে জল খেতে সাহায্য করেছেন। তভলিন সিং-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

কুষ্ঠ ও ক্যানসার সারাতে আয়ুর্বেদে গোমূত্রর ব্যবহার রয়েছে। বিশেষ হরমোন ও খনিজ থাকায় ত্রিফলা, গরুর দুধ এবং গোমূত্র একসঙ্গ খেলে রক্তাল্পতাও দূর হয়। রয়েছে আরও বেশ কিছু উপযোগিতাও। কিন্তু, সন্দেহ নেই গোরক্ষা তরজায় এখনও বিতর্কের আঁচ থেকে ছাড় পাচ্ছে না গোমূত্রও।

English summary
After Yogi's morphed picture now morphed picture of Rahul Gandhi has viral on internet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X