For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সার্জিক্যাল অ্যাটাকের পরে এবার সাইবার অ্যাটাকের জন্য প্রস্তুত ভারতীয় হ্যাকাররা !

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১ অক্টোবর : পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সফল সফল সার্জিক্যাল অ্যাটাকের পরে এবার সাইবার অ্যাটাকের জন্য প্রস্তুত ভারয়ীয় হ্যাকাররা। 'ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি' বিভাগের অ্যাডিশ্যনাল ডিরেক্টর জেনারেল এস অমরপ্রসাদ রেড্ডি এই মন্তব্য করেছেন। [কীভাবে পাকিস্তানে ঢুকে হামলা চালাল ভারতীয় সেনা, জেনে নিন বিস্তারিত]

ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি' বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যো কোন মূহুর্তে তথ্যের প্রয়োজনে পাকিস্তান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় হ্যাকাররা। gov.pk নামক পাকিস্তান সরকারের ওয়েবসাইটটি পাঠানকোট হামলার পর থেকেই হ্যাক করার চেষ্টা চালানো হচ্ছিল। এখনও পর্যন্ত বেশ কিছু কোড ভারতীয় হ্যাকাররা জানতে পেরেছেন। যেগুলি ব্যবহার করে পাকিস্তানি ওয়েবসাইটের ভিতরে ঢুকে তথ্য সংগ্রহ করা যেতে পরে। [সীমান্ত পেরিয়ে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে 'সার্জিক্যাল অ্যাটাক' ভারতীয় সেনার]

সার্জিক্যাল অ্যাটাকের পরে এবার সাইবার অ্যাটাকের জন্য প্রস্তুত ভারতীয় হ্যাকাররা !

ন্যাশনাল সাইবার সেফটি অ্যান্ড সিকিউরিটি' বিভাগের অ্যাডিশ্যনাল ডিরেক্টর জেনারেল এস অমরপ্রসাদ রেড্ডি জানান, ভারত সরকার সবুজ সংকেত দিলেই তারা এই কাজ করে ফেলতে পরবে। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে তাই এখন আর নির্ভরশীল হতে হবে না। যদিও ভারত সরকার এধরনের কোন পদক্ষেপ আদৌ গ্রহণ করবে কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। [সার্জিক্যাল অ্যাটাক : বাজপেয়ী যা পারেননি তা করে দেখালেন মোদী]

সাংবাদিকরা এর পরে অ্যাডিশ্যনাল ডিরেক্টর জেনারেল এস অমরপ্রসাদ রেড্ডিকে প্রশ্ন করেন ভারত সরকারের ওয়াবসাইটি কি সুরক্ষিত? এই প্রশ্নের উত্তরে অমরপ্রসাদ রেড্ডি জানান, gov.in ওয়েবসাটটি সম্পূর্ণ সুরক্ষিত । এই ওয়েবসাইটি কোন হ্যাকারের পক্ষে হ্যাক করা সম্ভব নয়। [সার্জিক্যাল স্ট্রাইক কী? কীভাবে এটি সম্পন্ন করে ভারতীয় সেনা? জেনে নিন]

বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তাপ যে জায়গায় গিয়ে পৌঁচেছে তাতে যে কোন মূহুর্তে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে মনে করছেন কূটনৈতিক বিশেষঞ্জরা। তাই পাকিস্তানের পক্ষ থেকে কোন ধরনের হামলা পরিকল্পনা বা চক্রান্ত করা হলে ভারত সাইবার অ্যাটাকের মতো পদক্ষেপ গ্রহণ করতে পারে। এতে নিরাপত্তা সংক্রাম্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য অনায়াসেই ভারতের হাতে চলে আসবে বলে বিশেষঞ্জরা জানিয়েছেন।

English summary
After surgical strikes, hackers ready for cyber attacks on Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X