For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যায় দিল...: 'বাহিনী নিয়ে রাজনীতি নয়', ৫ কোটি টাকার 'অনুতাপ' নিতে অস্বীকার সেনার

ভারতীয় সেনার উর্ধতন আধিকারিক এবং প্রবীন সেনা আধিকারিকরা মনে করছেন সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। সেই কারণেই এই ৫ কোটি টাকার 'প্রায়শ্চিত্ত' নিতে সাফ অস্বীকার করেছে সেনা।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৩ অক্টোবর : অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে পাকিস্তানি অভিনেতাকে দিয়ে কাজ করানোয় ছবির প্রযোজককে 'প্রায়শ্চিত্ত' হিসাবে সেনা কল্যাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার জন্য দাবি জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মান সেনা। আর তারই জেরে এবার সেনার কড়া সমালোচনার মুখে পড়তে হল এমএনএসকে।

আর পাকিস্তানিদের সঙ্গে কাজ নয়, মুচলেখা দিয়ে সময়ে মুক্তি পাচ্ছে 'অ্যায় দিল হ্যায় মুশকিল'

ভারতীয় সেনার উর্ধতন আধিকারিক এবং প্রবীন সেনা আধিকারিকরা মনে করছেন সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। সেই কারণেই এই ৫ কোটি টাকার 'প্রায়শ্চিত্ত' নিতে সাফ অস্বীকার করেছে সেনা।

অ্যায় দিল...: 'বাহিনী নিয়ে রাজনীতি নয়', ৫ কোটি টাকার 'অনুতাপ' নিতে অস্বীকার সেনার

অ্যায় দিল... ছবিতে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান অভিনয় করার ছবি নিষিদ্ধ করার দাবি তোলে এমএনএস। আর সেখান থেকেই বিতর্কের সুত্রপাত।

এমএনএস প্রধান রাজ ঠাকরের তিন সমঝোতা নির্মাতাদের তরফে মানা হলে ছবিমুক্তির অনুমতি দেয়। এর মধ্যে অন্যতম শর্ত ছিল সেনা কল্যাণ তহবিলে জমা দিতে হবে ৫ কোটি টাকা।

এক সিনিয়ার সেনা আধিকারিকের কথায়, "সেনা কল্যাণ তহবিলে স্বেচ্ছায় যে কোনও অনুদান নেওয়া হয়, তবে তোলাবাজির চাকা নেওয়া হয় না। আমরা চাই মানুষ স্বইচ্ছায় এই তবহিলে অর্থ দিক নাকি কারোর চাপে পড়ে।"

তিনি বলেন, যেভাবে অ্যায় দিল হ্যায় ইস্যুকে সেনাবাহিনীকে রাজনীতিতে জড়ানো হল তা অত্যন্ত দুঃখজনক।

English summary
'Ae Dil...' Row: Armymen Reject Rs. 5 Crore 'Penance', Say Don't Politicise Forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X