For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ত্র আইনে সাজা খেটে অবশেষে পুরোপুরি মুক্ত সঞ্জয় দত্ত

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

পুণে, ২৫ ফেব্রুয়ারি : আর কোনও সংশয়, ভয় নেই সঞ্জয় দত্তর মনে। গত ২৩ বছর ধরে চলা যুদ্ধের যে অবসান হল এদিন। পুণের ইয়েরওয়াড়া জেল থেকে অবশেষে দীর্ঘ ৪ বছর ৩ মাস ও ১৪ দিন জেল খেটে অবশেষে মুক্ত হলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত।ভালো আচরণের জন্য নির্ধারিত সাজার চেয়ে ১০৫ দিন কম জেল খেটেই এদিন মুক্ত হলেন সঞ্জয়। এদিন সকাল সাড়ে আটটার পরই জেল থেকে মুক্তি পান তিনি।

জেল থেকে নিজস্ব জিনিসপত্র ঘাড়ে করে বেরিয়ে আসার সময়ে ফিরে দাঁড়িয়ে সংশোধনাগারের দিকে চেয়ে ভারতের পতাকাকে স্যালুট করেন তিনি। এরপরে পুলিশের সঙ্গে বেরিয়ে এসে হাত নেড়ে গাড়িতে চেপে বসেন।

অস্ত্র আইনে সাজা খেটে অবশেষে পুরোপুরি মুক্ত সঞ্জয় দত্ত

পুণে থেকে চার্টার্ড বিমানে সোজা মুম্বই উড়ে আসবেন তিনি। সেখান থেকে সিদ্ধিবিনায়ক মন্দিরে যাবেন সঞ্জুবাবা। এছাড়া মায়ের সমাধিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

সঞ্জয় দত্তকে অভিনন্দন জানাতে বান্দ্রায় পালি হিলে তাঁর বাড়ি চারপাশ পোস্টার দিয়ে সাজিয়েছেন অনুরাগীরা। তবে কেন নির্ধারিত সমযের আগে সঞ্জয় দত্তকে ছাড়া হচ্ছে, এবং কেন অন্য বন্দির চেয়ে আলাদাভাবে তাঁর উপরে আচরণ করা হয়েছে তা নিয়ে পুণের ইয়েরওয়াড়া জেলের বাইরে কিছু বিক্ষুব্ধ বিক্ষোভও প্রদর্শন করেন কিছু মানুষ।

জেল থেকে বেরিয়ে ভক্তদের অভিনন্দন গ্রহণ করে মুম্বইয়ের উদ্দেশ্যে যাচ্ছেন মুন্নাভাই। শুধু বললেন, ভক্তদের ভালোবাসার জন্যই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। আপ্লুত ও আনন্দিত সঞ্জয় স্ত্রী মান্যতাকে নিয়েই এরপরে সোজা চলে গেলেন বিমানবন্দরের অন্দরে।

প্রসঙ্গত, ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের পরেই অভিযুক্ত হিসাবে মোট ১৮ মাস জেলে ছিলেন সঞ্জয় দত্ত। পরে ২০১৩ সালে আদালত তাঁকে অবৈধ একে৪৭ রাইফেল রাখার অপরাধে মোট পাঁচ বছরের সাজা শোনায়।

English summary
Actor Sanjay Dutt released from Yerwada jail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X