For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপ জট: পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছিল, খোলা চিঠি ভূষণ-যাদবের

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ মার্চ : আম আদমি পার্টির অন্দরে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, তা সমাধান হওয়ার আপাতত কোনও লক্ষ্য দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার রাতে ভিন্নদর্শী আপ নেতা প্রশান্ত ভূষণ এবং যোগেন্দ্র যাদব দলের প্রধান এবং তাঁদের প্রধান বিরোধী অরবিন্দ কেজরিওয়ালকে খোলা চিঠিতে জানান, দলের জাতীয় কার্যনির্বাহীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য তাদের চাপ দেওয়া হয়েছিল।

চিঠিতে তাঁরা এও অভিযোগ করেন, কেজরিওয়াল ও তার শিবিরের লোকজন তাদের জন্য অন্য কোনও বিকল্পই রাখেনি, ফলে বেরিয়ে যাওয়া ছাড়া তাদের অন্য কোনও পথ ছিল না।

আপ জট: পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়েছিল, খোলা চিঠি ভূষণ-যাদবের

দুদিন পরে গুরুত্বপূর্ণ জাতীয় পরিষদ বৈঠক। এর ঠিক আগেই এই দুই আপ নেতার এমন খোলা চিঠি যুদ্ধটা আরও স্পষ্ট করে দিল, কেজরিওয়ালের স্বেচ্ছাচারী মনোভাবেরই আরও স্পষ্ট ইঙ্গিত দিল। চিঠিতে বলা হয়েছে, যেহেতু কেজরিওয়াল হুমকি দিয়েছিলেন, এই দুই নেতাকে সংসদ বিষয়ক কমিটি থেকে সরানো না হলে তিনি দলের জাতীয় আহ্বায়কের পদ থেকে ইস্তফা দেবেন।

অন্যদিকে যাদব-ভূষণ শিবিরের সূত্রের তরফে জানানো হয়েছে, এই দুই নেতা কখনও কেজরিওয়ালকে দলের জাতীয় আহ্বায়কের পদ থেকে সরানোর জন্য কখনও কোনও চাপ দেননি এই দুই নেতা। যদিও কেজরিওয়াল শিবিরের দাবি, এটাই ছিল যাদব-ভূষণের অন্যতম স্পষ্ট দাবি।

এই চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, এই দুই নেতার তরফে বারবার চেষ্টা করা সত্ত্বেও কেজরিওয়াল বেঙ্গালুরু থেকে ফিরে আসার পর ভূষণ বা যাদব কারোও সঙ্গে দেখা করতে অস্বীকার করে।

কেন এই খোলা চিঠি? তারও উত্তর দেওয়া হয়েছে চিঠিতে। বলা হয়েছে, দলের মধ্যে এই লুকোচুরি দলের কর্মীদের ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করছে। আর এই লুকোচুরি থেকে মনে হচ্ছে যেন দল নিজস্ব নীতিই অনুসরণ করছে না।

English summary
AAP crisis: Open letter of Bhushan-Yadav duo says pressure on them to quit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X