For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্ত্রী এমনকী ভয়ে দেশ ছাড়ারও পরামর্শ দিয়েছিলেন, অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খুললেন আমির খান!

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ নভেম্বর : দেশে ধর্মীয় অসহিষ্ণুতার তর্কে এবার মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। জানালনে,পরপর এমন কিছু ঘটনা ঘটছে যার জেরে দেশের ভয়াবহ পরিস্থিতি সামনে চলে আসছে। তাঁর স্ত্রী কিরণ রাও এমনকী দেশ ছাড়ার পরামর্শও দিয়েছিলেন বলে জানালেন আমির।[দেশে অসহিষ্ণুতা ক্রমশই বাড়ছে : পঞ্চাশতম জন্মদিনে জানালেন শাহরুখ খান]

রামনাথ গোয়েঙ্কা এক্সিলেন্স ইন জার্নালিজন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমির খান বলেন, "একজন ব্যক্তিবিশেষ হিসাবে, দেশের নাগরিক হিসাবে আমরা রোজ খবরের কাগজ পড়ি। আমরা সংবাদ টেলিভিশনেও দেখি। এবং নিশ্চিতভাবেই আমি চিন্তিত, ভীত। এটা আমি অস্বীকার করতে পারি না। আমি ভীত কারণ একাধিক ঘটনা।" [ ধর্মীয় অসিহষ্ণুতা নিয়ে মুখ খুলে শাহরুখও এবার 'পাকিস্তানি এজেন্ট'!]

অসহিষ্ণুতার প্রশ্নে মুখ খুললেন, স্ত্রী এমনকী দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন, জানালেন আমির খান!

বছর পঞ্চাশের এই অভিনেতার মতে ভয়ের আশঙ্কা এবং নিরাপত্তাহীনতায় ভোগার পরিমাণ ক্রমশই বাড়ছে। তাঁক কথায়, "আমি যখন কিরণের সঙ্গে বাড়িতে কথা বলি, ও বলে, আমাদের কী ভারতের বাইরে চলে যাওয়া উচিত? ও আসলে আমাদের সন্তানদের নিয়ে ভয় পায়। ও ভয় পায় আমাদের চারিপাশের পরিবেশটা কিরকম হবে। প্রত্যেকদিন কাগজ খোলার সময় ও ভয় পায়।" [ বৈষম্যের শিকার, পাকিস্তানে এসে থাকুন : শাহরুখকে আমন্ত্রণ হাফিজ সইদের]

গত বেশ কয়েক সপ্তাহ ধরে দেশের এই ধর্মীয় অসহিষ্ণুতার বিতর্কটি বারে বারে ঘুরে ফিরে আসছে। আর এর জেরে কড়া সমালোচনার মুখে পড়তে হচ্ছে এনডিএ সরকারকে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বারবার যেখানে সহিষ্ণুতা ও ঐক্যের বার্তা আরোপ করার চেষ্টা করছেন সেখানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসহিষ্ণুতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। [ শাহরুখ খান ও হাফিজ সঈদের গলার সুর এক, বিস্ফোরক মন্তব্য যোগী আদিত্যনাথের]

এই বিষয়ে রাজনৈতিক নেতাদের পদক্ষেপের গুরুত্ব বুঝতে পেরেই আমির বলেন, "যেই মানুষগুলি আমাদের নির্বাচিত প্রতিনিধি, তা রাজ্যেই হোক বা কেন্দ্রে, এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া, আইনি প্রক্রিয়া ত্বরাণ্বিত করা। নিরাপত্তাহীনতার মানসিকতা তখনই দানা বাধে যখন আমরা এই জিনিসগুলি দেখতে পাই না।"

সমাজের বিশিষ্ট ও স্বনামধন্য মানুষরা যে নিজেদের সরকারি পুরস্কার ফিরিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, সে পদক্ষেপকেও সমর্থন জানিয়েছেন আমির। আমিরের কথায়, সৃজনশীল মানুষদের ক্ষেত্রে এটা খুব জরুরী যে তারা যেটা মনে করে তাদের নিজের মতো করে সেটা বলা। [(ছবি) ধর্মীয় অসহিষ্ণুতার তর্কে শাহরুখের পাশে চলচ্চিত্র জগতের বিশিষ্টরা]

এই অসহিষ্ণুতার প্রশ্নে আমির প্রতিবাদের এই ভাষাকে সমর্থন করবেন কি না তা জানতে চাওয়া হলে আমির বলেন, প্রতিবাদ যতক্ষণ অহিংস হচ্ছে ততক্ষণ প্রত্যেক ব্যক্তিবিশেষের অধিকার রয়েছে প্রতিবাদ করার, এবং যেভাবে তারা সেটা করতে চায় সেভাবে করার। শুধু আইন হাতে না নিলেই হল। ['সহিষ্ণু ভারত', এটা বোঝাতে পাল্টা অনুপম খেরের নেতৃত্বে মিছিল]

English summary
Aamir Khan Joins 'Intolerance' Debate, Says Wife Even Suggested Leaving India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X