For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর মাত্র একদিন, এই সময়ের মধ্যে প্যান- আধার যুক্ত করবেন কীভাবে

আর একদিনের মধ্যেই প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে। অন্য়থায় বাতিল হতে পারে প্যান কার্ডটিও। এত কম সময়ে প্যান ও আধার যুক্ত করা যাবে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

আর একদিনের মধ্যেই প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করতে হবে। অন্য়থায় আইটি রিটার্ন জমা দেওয়া তো যাবেই না, বাতিল হতে পারে প্যান কার্ডটিও। আয়কর আইনেক ১৩৯ এএ ধারার ২ নং উপধারায় প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করাকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত থাকলে কর ফাঁকি রোখা সম্ভব হবে বলে অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। বিভিন্ন নামে একাধিক প্যান কার্ড দিয়ে কর ফাঁকির দিনও শেষ হতে চলেছে বলে অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।[অরও পড়ুন:প্যান ও আধার কার্ডে তথ্যে গোলমাল? উপায় বাতলাচ্ছে আয়কর, ঠিক করুন বাড়িতে বসেই]

আর মাত্র একদিন, এই সময়ের মধ্য়ে প্যান- আধার যুক্ত করবেন কীভাবে

কিন্তু কীভাবে প্যান ও আধার যোগ করবেন
প্রাথমিকভাবে বিষয়টিকে যতটা জটিল বলে মনে হচ্ছে আসলে তা একেবারেই নয়। আয়কর দফতরের ই ফাইলিং ওয়েবসাইট www.incometaxindiaefilling.gov.in গিয়ে প্যান ও আধার নম্বর যোগ করা যাবে। এই ওয়েবসাইটে গিয়ে স্ক্রিনের বাঁদিকে লিঙ্ক আধার বলে একটি অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলেই প্যান, আধার নম্বর ও নিজের নাম দিতে হবে। এরপর নিচে লিঙ্ক আধারে ক্লিক করলেই যুক্ত হবে আধার ও প্যান। কিন্তু আধার ও প্যানে নামের বানানে সামান্য এদিক ওদিক থাকলে আধারের জন্য রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। তবে দুটি কার্ডেই জন্মের তারিখ ও লিঙ্গ সঠিক থাকতে হবে। তবে দুটি কার্ডে নামের বানান যদি একেবারেই ভিন্ন হয় তাহলে কিন্তু প্যান- আধার যুক্ত করা যাবে না।[অরও পড়ুন:প্যান কার্ডে নামের আদ্যক্ষর, যতিচিহ্ন থাকলে আধার কার্ডে সংযুক্তিকরণে সমস্যা]

ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস- এর মারফতেও প্যান- আধার লিঙ্ক করা যাবে
এসএমএসের মাধ্যমে লিঙ্ক করাতে হলে রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর থেকে ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে মেসেজ করতে হবে। সে ক্ষেত্রে লিখুন:
UIDPAN
এপর্যন্ত ২.০৭ কোটি প্যান ও আধার নম্বর যুক্ত হয়েছে বলে আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে।

English summary
Only one day left, easy steps to link PAN and Aadhaar before 1 july. Centre made aadhaar- pan link mandatory.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X