For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল, নির্দেশিকা কেন্দ্রের

এবার মিড ডে মিলের জন্য আধারকার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র। দেশের যে কোনও প্রান্তের ছাত্রছাত্রীদের মিড ডে মিল পেতে গেলে দেখাতে হবে আধার কার্ড।

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৪ মার্চ : এবার মিড ডে মিলের জন্য আধারকার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র। দেশের যে কোনও প্রান্তের ছাত্রছাত্রীদের মিড ডে মিল পেতে গেলে দেখাতে হবে আধার কার্ড। গত ২৮ ফেব্রুয়ারি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়।[এবার রেলের টিকিট বুকিংয়েও লাগবে আধার কার্ড]

মিড ডে মিল প্রকল্পের আওতা থাকা রাধুঁনি, রাঁধুনির সহযোগীকেও আধার নম্বর জানাতে হবে। জম্মু ও কাশ্মীর, মেঘালয়া এবং অসম ছাড়া দেশের সমস্ত প্রান্তে এই নিয়ম কার্যকরী হবে।[আধার কার্ড নেই? তাহলে এই ৭ কাজ আপনি করবেন কী করে?]

আধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল, নির্দেশিকা কেন্দ্রেরআধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল, নির্দেশিকা কেন্দ্রের

যাদের কাছে এখনও আধার কার্ড নেই, তাদের জন্য সরকার আগামী ৩০ জুন পর্যন্ত সময় দিয়েছে। মন্ত্রক-সূত্রের খবর অনুযায়ী, স্বচ্ছতা বজায় রাখতে এবং কার্যক্ষমতা বৃদ্ধি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।[কীভাবে আবেদন করবেন আধার কার্ডের জন্য : জানুন যাবতীয় তথ্য]

এখনও পর্যন্ত ১৩.১৬ কোটি শিশুকে আধার কার্ড ইস্যু করা হয়েছে। যাদের মধ্যে ১০.০৩ কোটি শিশু গড়ে প্রায় ১১.৫০ লক্ষ স্কুল থেকে ২০১৫-১৬ সালে মিড ডে মিল পরিষেবা পেয়েছে।[আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন]

English summary
Aadhaar number made mandatory for students to receive midday meals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X