For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানের টিকিট কাটতে আবশ্যক হচ্ছে আধার কার্ড!

খুব সম্ভবত বিমানের টিকিট কাটতে আবশ্যক হতে চলেছে আধার কার্ড। জেট এয়ারওয়েজ ইতিমধ্যে বিমানের টিকিট বুক করার সময় ১২ সংখ্যার আডার কার্ড দেওয়ার সুপারিশ করেছে।

Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ ডিসেম্বর : খুব সম্ভবত বিমানের টিকিট কাটতে আবশ্যক হতে চলেছে আধার কার্ড। জেট এয়ারওয়েজ ইতিমধ্যে বিমানের টিকিট বুক করার সময় ১২ সংখ্যার আডার কার্ড দেওয়ার সুপারিশ করেছে। এখনও পর্যন্ত সুপারিশের স্তরে থাকলেও খুব শীঘ্রই তা বাধ্যতামূলক হতে চলেছে বলে বিমান সংস্থা সূত্রের তরফে জানানো হয়েছে।

রেলের টিকিট কাটতে এবার আবশ্যক হতে চলেছে আধার কার্ড!

খুব শীঘ্রই রেলের টিকিট বুক করতে আধার কার্ড আবশ্যক হতে চলেছে বলে ইতিমধ্যে নির্দশিকা জারির ঘোষণা ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে।

বিমানের টিকিট কাটতে আবশ্যক হচ্ছে আধার কার্ড!

জেট এয়ারওয়েজের তরফে জানানো হয়েছে, আধার লিঙ্ক করা পিএনআর নম্বর বিমানযাত্রীদের বাধাহীন পরিষেবা নিশ্চিত করবে। এয়ারপোর্টে বার কোর্ডের নম্বর শনাক্ত করার একটি ব্যবস্থা চালু করা হবে, যার সাহায্যে বিমানযাত্রীরা এক্সপ্রেস পরিষেবা উপভোগ করতে পারবেন।

আয়কর উপদেষ্টার কথায়, "যেই মূহূর্তে আধার কার্ড লিঙ্ক করা হবে, তা ভ্রমণকারীর কর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও যুক্ত হয়ে য়াবে।"

ট্রাভেল এজেন্টদের আশঙ্ক এই পদক্ষেপ যাত্রীদের ক্ষেত্রে উদ্বেগ তৈরি করতে পারে। প্রায় প্রত্যেকদিন নিত্যনতুন নিয়ম বের করছে সরকার। এই নয়া পদক্ষেপ আয়কর আধিকারিকদের নজরে এনে দেওয়ার ভয়ে ভ্রমণের হার কমিয়ে দিতে পারে। ফলে ধাক্কা খেতে পারে ভ্রমণ ব্যবসা।

English summary
Aadhaar may turn must to buy air tickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X