For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিনামূল্যে রান্নার গ্যাস দিতে আধার কার্ড বাধ্যতামূলক করা হল মহিলাদের

গরিব মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস দিতে আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার অন্তর্গত প্রকল্প অনুযায়ী বিপিএলের অধীনে থাকা মহিলারা এই সুবিধা পাবেন।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ মার্চ : গরিব মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস দিতে আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার অন্তর্গত প্রকল্প অনুযায়ী বিপিএলের অধীনে থাকা মহিলারা এই সুবিধা পাবেন।[আঙুলের ছাপেই হবে টাকা লেনদেন, 'আধার পে' অ্যাপ জনপ্রিয় করতে তৎপর কেন্দ্র]

গত অক্টোবরেই কেন্দ্রের তরফে নির্দেশিকায় ভর্তুকির এলপিজি গ্যাস পেতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। এবার বিপিএল তালিকাভুক্ত মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাস দিতে এই উদ্যোগ নিল কেন্দ্র।[আধার কার্ড নেই? তাহলে এই ৭ কাজ আপনি করবেন কী করে?]

বিনামূল্যে রান্নার গ্যাস দিতে আধার কার্ড বাধ্যতামূলক করা হল মহিলাদের

তিন বছরের মধ্যে ৫ কোটি গরিব মহিলাকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিতে গতবছরে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা শুরু করে কেন্দ্র। শুদ্ধ জ্বালানি গ্যাসে রান্না করানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র।[এবার রেলের টিকিট বুকিংয়েও লাগবে আধার কার্ড]

কেন্দ্রীয় পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিপিএলের তালিকায় থাকা যে মহিলারা বিনামূল্যে রান্নার গ্যাস পেতে আগ্রহী তাদের আধার নম্বর নথিভুক্ত করতে হবে। যারা বিপিএলের অন্তর্গত অথচ আধার কার্ড নেই, তাদের ৩১ মে-র মধ্যে আবেদন করতে বলা হয়েছে।[আধার কার্ড না থাকলে মিলবে না মিড ডে মিল, নির্দেশিকা কেন্দ্রের]

এই সুবিধা পেতে হলে আধার কার্ড, ফটো সহ ব্যাঙ্কের পাসবুক, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান নম্বর, ড্রাইভিং লাইসেন্স, কিষাণ ফটো পাসবুক অথবা কোনও গেজেটেড অফিসারকে দিয়ে নিজের পরিচয় ও ঠিকানা সই করিয়ে তা জমা দিতে হবে। এর মধ্যে যেটা আপনার রয়েছে সেই কাগজগুলি জমা করতে হবে।

প্রসঙ্গত, এই মুহূর্তে প্রতিটি এলপিজি সংযোগে বছরে ১২টি করে গ্যাসের সংযোগ দেয় কেন্দ্র। ১৪.২ কেজির সিলিন্ডার মাস প্রতি একটি করে ভর্তুকির টাকায় সরবরাহ করা হয়। যে বাড়তি টাকা সিলিন্ডার নেওয়ার সময়ে দিতে হয়, তা পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে যায়।

English summary
The government has made having an Aadhaar card must for poor women to avail of free cooking gas (LPG) connection under the Pradhan Mantri Ujjwala Yojana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X