For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা না পেলেই ধর্ষণের অভিযোগ জানাতে পারবেন না যৌনকর্মীরা : সুপ্রিম কোর্ট

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ অক্টোবর : কোনও খদ্দের সহবাসের পর যৌনকর্মীকে টাকা না দিলেই তাকে ধর্ষণ বলা যায় না। এক্ষেত্রে যৌনকর্মীরা ধর্ষণের অভিযোগও জানাতে পারবেন না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। [এবার মহিলারাও গার্হস্থ্য হিংসার মামলায় অপরাধী হলে জেল খাটবে]

বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষ ও অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ এক মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে। এই মামলায় তিন অভিযুক্তরে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দিয়ে আদালত একইসঙ্গে জানিয়েছে, মহিলার অভিযোগকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, তবে সেটাকেই পরম সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। [স্ত্রীর অকালমৃত্যু হলে সম্পত্তিতে অধিকার থাকবে না স্বামীর : সুপ্রিম কোর্ট]

"টাকা না পেলেই ধর্ষণের অভিযোগ জানাতে পারবেন না যৌনকর্মীরা"

এই মামলায় অভিযোগকারিনী এক ২০ বছরের যুবতী। পেশায় পরিচারিকা তিনি অভিযোগ করেন, তিনজন পুরুষ তাকে অটোয় তুলে নিয়ে গিয়ে একটি গ্যারাজে ঢুকিয়ে গণধর্ষণ করে। [পানশালায় নর্তকীদের ছুঁলেই হতে পারে ছয় মাসের কারাদণ্ড!]

এই মামলা কর্ণাটক হাইকোর্টে উঠলে তাকে চ্যালেঞ্জ জানানো হয়। সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করে। তখনই জানা যায়, যুবতী পরিচারিকার কাজ করার পাশাপাশি দেহব্যবসার কাজও করেন। [শুধু পুত্রবধূই নন, গার্হস্থ্য হিংসার অভিযোগ আনতে পারবেন মা-বোনেরাও]

ঘটনায় অভিযুক্তদের থেকে তিনি হাজার টাকা করে দাবি করলে অভিযুক্তরা তা দিতে অস্বীকার করে। তারপরই তিনি থানায় তিন অভিযুক্তের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।

আদালতের পর্যবেক্ষণ, মহিলা নিজের ইচ্ছে পূরণ করতে না পেরে বঞ্চিত বোধ করে এই ধরনের অভিযোগ এনেছেন। ফলে অভিযুক্তদের 'বেনিফিট অব ডাউট' বা প্রমাণাভাবে খালাস করার নির্দেশ দেওয়া হয়।

English summary
A sex worker cannot lodge a rape complaint if they denied money : Supreme Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X