For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মাতাল' হয়ে আদালতে হাজির খোদ বিচারক, নজিরবিহীন ঘটনা ত্রিপুরায়

  • |
Google Oneindia Bengali News

আগরতলা, ১ নভেম্বর : যে বিচারকের হাতে বিচারব্যবস্থার ভার তুলে দেওয়া হয়েছে, সেই বিচারকই নিজেকে সামলানোর মতো অবস্থায় নেই। ত্রিপুরায় একটি নিম্ন আদালতে মাতাল অবস্থায় প্রবেশের অভিযোগ উঠল এক বিচারকের বিরুদ্ধে। [ 'গরু' রচনা লিখতে ব্যর্থ শিক্ষক, মামলার নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের]

শুধু তাই নয়, অভিযোগ, জ্যেষ্ঠমনি মুরাসিং নামে ওই বিচারকের পরনে জামাকাপড়ও ঠিক ছিল না। হাফ প্যান্ট ও টি-শার্ট পরে তিনি আদালতে আসেন। এবং আদালত কর্মী ও সহ বিচারকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। [উত্তরপ্রদেশে ধর্ষিতা হলেন মহিলা বিচারক]

'মাতাল' হয়ে আদালতে হাজির বিচারক, নজিরবিহীন ঘটনা ত্রিপুরায়

অভিযোগ পাওয়ার পরই শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ওই বিচারকের আগামী দুটি বেতনবৃদ্ধি আটকে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ ত্রিপুরার উদয়পুর আদালতে বিচারক থাকাকালীনও একবার শাস্তি পেতে হয় এই বিচারককে। [পরনে ধুতি, চেন্নাইয়ের ক্রিকেট ক্লাবে ঢুকতে দেওয়া হল না হাইকোর্টের বিচারককে]

অন্যদিকে, একইদিনে চাকরি থেকে জোর করে অবসর নিতে বাধ্য করা হয়েছে প্রকাশ চন্দ্র বিশ্বাস নামে আর এক বিচারককে। তার বিরুদ্ধে অভিযোগ, পিএইডি করার সময়ে তিনি নকল করেন। প্রকাশ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ফৌজদারী প্রক্রিয়াও শুরু হয়েছে। [১২ হাজার নারীর সঙ্গে যৌন সম্পর্ক করে গ্রেফতার এক শিক্ষক]

English summary
A judge in Tripura was punished for appearing in court in drunken condition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X