For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাদুর বয়সী বৃদ্ধের সঙ্গে ১৬ বছরের নাবালিকার বিয়ে ,হায়দরাবাদের ঘটনা এখন ভাইরাল ইন্টারনেটে

হায়দরাবাদের এক নাবালিকার সঙ্গে ওমানের ৬৫ বছরের এক বৃদ্ধের জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ দায়ের করলেন তার মা। মেয়েকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের দ্বারস্থ নাবালিকার মা ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

এক নাবালিকাকে ওমানের এক ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার অভিযোগ করলেন নাবালিকার মা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। নাবালিকাকে মাসকাট থেকে দেশে ফিরিয়ে আনারও আর্জি জানিয়েছেন ওই মহিলা । ওই বৃদ্ধের দাবি, ৫ লক্ষ টাকা দিয়ে বিয়ে করেছেন তিনি, সেই টাকা ফেরত দিলেই ওই নাবালিকাকে ফেরত পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

দাদুর বয়সী বৃদ্ধের সঙ্গে ১৬ বছরের নাবালিকার বিয়ে ,হায়দরাবাদের ঘটনা এখন ভাইরাল ইন্টারনেটে

এই ঘটনায় নিজের ননদ ও তাঁর স্বামী সিকান্দারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। নবাব সাহেব কুন্টা এলাকার বাসিন্দা সৈইদা উন্নিসা অভিযোগ করেছেন, রমজান মাসে ওমান থেকে ওই বৃদ্ধ হায়দরাবাদে আসেন। সেসময়ই উন্নিসার অনিচ্ছা সত্ত্বেও জোর করে কাজি ডেকে তাঁর মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন উন্নিসা। তাঁর ননদ ঘৌসিয়া ও ননদের স্বামী সিকান্দারই একাজ করেছে বলে অভিযোগ। এমনকী ওই বৃদ্ধের দেওয়া ৫ লক্ষ টাকাও সিকান্দরই নিয়েছে বলে অভিযোগ করেছেন উন্নিসা।

ফলকনুমা থানায় অভিযোগ দায়ের করে উন্নিসা আরও জানিয়েছেন, বিয়ের পর চারদিন একটি হোটেলে ছিল ওই বৃদ্ধ। কিন্তু তারপর সে সিকান্দারের বাড়িতেই ওঠে। সিকান্দরই ওই নাবালিকার পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে দেয় বলে অভিযোগ। মেয়েকে ফিরে পাওয়ার আর্জি জানিয়ে বার বার সিকান্দরের বাড়িতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন উন্নিসা ।

আপাতত তাঁক একটাই আর্জি, মেয়েকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন সেইসঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

[আরও পড়ুন: স্ত্রীর কথা না শোনায় এই ক্ষতি হয়ে গেল স্বামীর][আরও পড়ুন: স্ত্রীর কথা না শোনায় এই ক্ষতি হয়ে গেল স্বামীর]

English summary
A hyderabadi minor forced to marry a 65 year old Sheikh of Oman, now her mother wants her back to India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X