For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নৌকায় সেলফি তুলতে গিয়ে মার্মান্তিক পরিণতি, ৭ জনের তলিয়ে যাওয়ার আশঙ্কা

জলবিহারে বেড়িয়ে সেলফি তুলতে গিয়ে ঘটে গেল নৌকাডুবি। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নাগপুরে। জানা গিয়েছে, ১১ জনের একটি দল, নাগপুরের অমরাবতী রোডের ভেনা বাঁধ দেখতে গিয়েছিলেন।

Google Oneindia Bengali News

জলবিহারে বেড়িয়ে সেলফি তুলতে গিয়ে ঘটে গেল নৌকাডুবি। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নাগপুরে। জানা গিয়েছে, ১১ জনের একটি দল, নাগপুরের অমরাবতী রোডের ভেনা বাঁধ দেখতে গিয়েছিলেন। বাঁধ পর্যন্ত যাওয়ার সময়ই জলাধারে নৌকাডুবি হয়ে যায়। ১১ জনের মধ্যে উদ্ধার করা হয়েছে ৩ জনকে। বাকি ৭ জনের খোঁজে চলছে তল্লাশি।[আরও পড়ুন:মানুষকে বাঁচাতে এভাবেই খানাখন্দ বুজিয়ে চলেছে ১২ বছরের ছোট্ট ছেলেটি]

স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুযায়ী , বাঁধ পর্যন্ত যেতে গেলে নৌকায় যেতে হয়। আর সেজন্য ১১ জনের ওই দলটি নৌকা ভাড়া করে। তাঁদেরই মধ্যে একজনের জন্মদিন উদযাপন হয় নৌকায়। জন্মদিন উদযাপনের ফাঁকে, তাঁরা সেলফি তুলেত থাকেন নৌকায়। সেমসয়ই বেসামাল হয়ে ডুবে যায় নৌকাটি। দলটিতে বেশিরভাগ জনের বয়সই ছিল ২০ থেকে ২৫ এর মধ্যে।[আরও পড়ুন:পাবে উন্মাদনার জের: লিক্যুইড নাইট্রোজেন পানীয় গলায় ঢেলে যা ঘটালেন ব্যবসায়ী]

নৌকায় সেলফি তুলতে গিয়ে মার্মান্তিক পরিণতি, ৭ জনের তলিয়ে যাওয়ার আশঙ্কা

ঘটনার পর ১ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি ৩ জনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৭ জনের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছেন রবিবার বিকেল ৬টা নাগাদ এই ঘটনা ঘটে যায়। তারপরই যখন পুলিশ খোঁজ তল্লাশি শুরু করে, তখনই জলাধার থেকে ভেসে ওঠে একটি দেহ।

English summary
At least seven people are feared drowned after their boat capsized in Vena river in Kalameshwar tehsilon Sunday, the police said. According to the officer, out of 11 people on the boat, at least eight were from Nagpur and reportedly in the age group of 20-25.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X